বিশ্বজমিন
জেমিমা খানের বাড়িতে অজ্ঞাত ব্যক্তিদের অনুপ্রবেশের চেষ্টা, টুইটারে ছবি প্রকাশ
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খানের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছে অজ্ঞাত কিছু মানুষ। কয়েক দিন আগে মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে জানান জেমিমা। ব্যক্তিগত জীবনে সাংবাদিক এবং চলচিত্র নির্মাতা জেমিমা মঙ্গলবার বিকেলে টুইটারে খবরটি দেন। এসময় তিনি চার জন ব্যক্তির ছবি প্রকাশ করেন। এই ব্যক্তিরাই জেমিমার লন্ডনের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিল বলে জানিয়ে, অনুসারীদের কাছে তাদের পরিচয় খুঁজে বের করার আহ্বান জানান তিনি। ইমরান খানের সাবেক এই স্ত্রী বলেন, যদি আপনারা কেউ এদের চিনতে পারেন তাহলে দয়া করে আমাকে জানান।
জিও নিউজের সঙ্গে কথা বলার সময় জেমিমা বলেন, তিনি সেন্ট্রাল লন্ডনে যে বাড়িতে থাকেন সেখানে রাতের বেলা এই ঘটনা ঘটে। তিনি সেসময় পুলিশকে ফোন করেন।দুই জনের চেহারা ক্যামেরায় ধরা পড়েছে বলেও জানান তিনি। এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।জেমিমা এরপর সিদ্ধান্ত নেন সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিদের ছবি প্রকাশ করবেন, যাতে আরও বেশি মানুষ অপরাধীদের শনাক্ত করতে পারে।
যদিও জেমিমাকে এভাবে টার্গেট করা এবারই প্রথম নয়। পাঁচ বছর আগে বৃটিশ-পাকিস্তানি ট্যাক্সি ড্রাইভার হাসান মাহমুদ জেমিমাকে বেশ কয়েকটি মেসেজ পাঠিয়ে অভিযুক্ত হয়েছিলেন। একটি ক্লাব থেকে একবার তার ট্যাক্সিতে উঠেছিলেন জেমিমা।
জেমিমা বর্তমানে তার হিট ছবি 'হোয়াটস লাভ গট টু ডু উইদ ইট?'-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। এই চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রযোজক বলেন যে তিনি পাকিস্তানের আরেকটি দিক বিশ্বকে দেখাতে চান।