খেলা
রশিদ খানের অনন্য কীর্তি
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

প্রথম টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে হারানোর কীর্তি দেখায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় আফগানরা। তবে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাতে পারেনি আফগানিস্তান। উল্টো হেরে যায় বড় ব্যবধানে। দলের ব্যর্থতার দিনে অনন্য কীর্তি অর্জন করেন আফগান অধিনায়ক রশিদ খান।
সোমবার রাতে শারজায় টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। এ ম্যাচে পাকিস্তানের ইনিংসের সপ্তম ওভারে প্রথম বোলিংয়ে আসেন রশিদ। ওভারের প্রথম বলে এক রান দেয়া আফগান স্পিনার দ্বিতীয় বলটি ডট দেন। আর এতেই অসাধারণ কীর্তি গড়েন তিনি। ওভারের দ্বিতীয় বলটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদের বাউন্ডারি হজম না করা টানা ১০০তম বল। সেই ওভারের বাকি চার বলে ২ রান দিয়ে দুই উইকেট নেন রশিদ। ১০ম ওভারে ফের বোলিংয়ে এসে প্রথম দুই বলে দুটি সিঙ্গেল দেন আফগান অধিনায়ক। এরপর তৃতীয় বলেই ছক্কা হজম করেন রশিদ। অর্থাৎ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা বাউন্ডারিবিহীন ১০৬টি বল করার কীর্তি দেখিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রশিদ বাউন্ডারি হজম করেন মোট চারটি। দুটি করে চার এবং ছক্কা। ৪ ওভার বোলিং করে ৩১ রানের খরচায় ১ উইকেটও নেন রশিদ খান।