খেলা
‘তারাবীহ নামাজের পর ব্রাজিলকে হারালাম, এটা দুর্দান্ত’
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপের চমক মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে ওয়ার্ল্ডকাপের সেমিফাইনাল খেলা দলটি ছন্দ দেখিয়েছে ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও। শনিবার রাতে ঘরের মাঠে সেলেসাওদের হারিয়েছে ২-১ গোলে। ম্যাচ শেষে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি বলেন, ‘রমজানের মধ্যে ব্রাজিলকে হারালাম আমরা, ঠিক তারাবীহ নামাজের পরেই। এটা দুর্দান্ত।’
গত ২৪শে মার্চ বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। চাঁদ আগে দেখার বিবেচনায় আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে ২৩শে মার্চ শুরু হয়েছে রোজা। মরক্কোতে আজ রমজানের চতুর্থ দিন। আর প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে চতুর্থ রোজার তারাবীহ পড়েন মরক্কোর মুসলিম খেলোয়াড়রা। সেলেসাওদের হারিয়ে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি বলেন, ‘রমজানের মধ্যে ব্রাজিলকে হারালাম আমরা, ঠিক তারাবীহ নামাজের পরেই। এটা দুর্দান্ত।’
ব্রাজিলকে হারানোর ম্যাচে সুফিয়ান বুফলের গোলে লিড নেয় মরক্কো। পাঁচ বিশ্বকাপের মালিকদের হারিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আল রাইয়ান স্ট্রাইকার। বুফল বলেন, ‘আমরা এখনও স্বপ্নের মধ্যে আছি। বিশ্বকাপের ছন্দ ধরে রেখেছি আমরা। এটা সুখকর।’