অনলাইন
৩৬ তম জন্মদিনে 'শত্রুদের ধন্যবাদ' জানালেন কঙ্গনা
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন

তিনি বরাবরই সোজাসাপ্টা। মুখের ওপর জবাব দিতে অভ্যস্ত। বলিউডের সেই 'কুইন' কঙ্গনা রানাউত ৩৬ বছরে পা দিলেন। জন্মদিনের দিন ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে ভক্ত, অনুগামী এমনকি তাঁর সমালোচকদের জন্য একটি বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী। সবাইকে অবাক করে দিয়ে, তিনি যাঁদের আঘাত করেছেন তাঁদের সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন কঙ্গনা। কঙ্গনা বর্তমানে উদয়পুরে রয়েছেন এবং তাকে ভিডিওতে সবুজ এবং গোলাপী রঙের সিল্ক শাড়ি পরতে দেখা গেছে। কপালে ছিল লাল টিপ, সঙ্গে মানানসই ভারী সোনার গয়না। তার হৃদয়গ্রাহী ভিডিও বার্তায়, অভিনেতা তার পিতামাতাকে সমর্থনের জন্য এবং স্বামী বিবেকানন্দ, সদগুরু সহ তার আধ্যাত্মিক গুরুদের শিক্ষার জন্য ধন্যবাদ জানিয়েছেন। নিজের র শত্রুদের উদ্দেশে তিনি বলেন - কীভাবে সংগ্রাম করতে হয় তা শেখানোর জন্য তিনি তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবেন। তিনি বলেছেন -''আমার শত্রু যারা আমাকে বিশ্রাম নিতে দেয় না, আমার সাফল্য সহ্য করতে পারে না।
সেই সঙ্গে তিনি যোগ করেছেন - ‘’বন্ধুরা, আমার আদর্শ খুবই সরল। আমার আচার-আচরণ, চিন্তাভাবনাও সহজ এবং আমি সব সময় সবার মঙ্গল চাই। তাই, আমি আমার বিবৃতিতে কাউকে আঘাত দিয়ে থাকলে তার কাছেও ক্ষমা চাইছি। ''নিজের পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্খী এবং অনুরাগীদের পাশে থাকার জন্য তাঁদের অকুন্ঠ ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তনু ওয়েডস ম্যানুঅ্যাক্টর, ফিল্ম ইন্ডাস্ট্রি সহকর্মীদের লক্ষ্য করে বিবৃতি দেবার জন্য একাধিকবার শিরোনামে এসেছেন। কঙ্গনার এই ভিডিয়ো বার্তা নিমেষে ভাইরাল হয়ে গেছে। বলিউড স্তব্ধ নায়িকার এই ভোল বদলে। কঙ্গনাকে আগামীদিনে পিরিয়ড ড্রামা 'ইমার্জেন্সি'-তে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে।
সূত্র : ফার্স্টপোস্ট