ভারত
সাজার প্রতিক্রিয়ায় যা বললেন রাহুল গান্ধী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

সুরাট আদালতে মোদি সারনেম নিয়ে বিতর্কিত মামলায় দু’বছরের জেলের সাজার পর রাহুল গান্ধী তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, সত্যের পথ আমার পথ, মহাত্মা গান্ধী আমার আদর্শ। রাহুল গান্ধীর দু বছরের জেল সাজার পর প্রশ্ন উঠে গেছে- তাঁর লোকসভা সদস্য পদ থাকবে কী? ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এই বিষয়ে যে কংগ্রেস আইনের আশ্রয় নেবে তা জানিয়েছেন। রাহুল গান্ধীর সামনে উচ্চ আদালতে আপিল করার দরজা খোলা আছে। এদিকে রাহুল গান্ধীর দু’বছরের জেলের সাজা শুনে কলকাতায় তীব্র উত্তেজনা আছড়ে পড়েছে। কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, মোদি সরকারের প্রতিহিংসামূলক আচরণের ফল এটি। অনেকেই আবার আদানি-মোদি সম্পর্ক নিয়ে রাহুলের বক্তব্যের ফলেই এটা ঘটেছে বলে মনে করছেন। দিল্লিতে প্রদেশ কংগ্রেস-এর দপ্তরে জরুরি বৈঠকে বসেছেন শীর্ষ নেতারা। ডেকে পাঠানো হয়েছে কংগ্রেসের সেরা আইনজীবী সদস্যদের।
পাঠকের মতামত
ইংল্যান্ড আমাদের গনতন্ত্র শিখুক আর নাই শিখুক, অনেকেই কিন্তু ইতিমধ্যে ট্রেনিং কমপ্লিট করে ফেলেছে। আমারা কত উন্নত এখন। ভাভা গো ভাভা !