বিশ্বজমিন
পাকিস্তান, আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১৩
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলেছে, মঙ্গলবার হিন্দুকুশের পাহাড়ি এলাকায় জুরন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত করে ৬.৫ মাত্রার ভূমিকম্প। এর গভীরতা ছিল ১১৮ কিলোমিটার। এ খবর দিয়েছে অনলাইন ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে এই ভূমিকম্পে নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন। আহত হয়েছেন ৫০ জন। অন্যদিকে কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানে নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন। খাইবার পখতুনখাওয়া প্রদেশের উত্তরাঞ্চলে এতে আহত হয়েছেন ৪৪ জন।
রিপোর্টে বলা হয়েছে, এতে দুটি দেশেই ডজন ডজন বাড়িঘর এবং ভবন ধ্বংস হয়েছে অথবা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্প দক্ষিণ এশিয়াজুড়ে অনুভূত হয়। বিশেষ করে নয়া দিল্লিতেও তা বোঝা যায়, উৎপত্তিস্থল থেকে যার দূরত্ব কমপক্ষে ২০০০ কিলোমিটার।