অনলাইন
নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় বিদ্যুতের ট্রান্স মিটার বিস্ফোরণে দগ্ধ মো. শাহজাহান খান (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন জানান, শাহজাহানের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তার পিতার নাম আলী খান।