খেলা
বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডের মাঝে বিরতি দু’দিন। এই ফাঁকে সিলেট থেকে ঢাকায় উড়ে এলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। রাজধানীতে এসে বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দফতরে চুক্তি সাক্ষর করেন সাকিব আল হাসান। এয়ারলাইন্স সংস্থাটির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিমান বাংলাদেশের সেই অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘শৈশবে পাইলট হওয়ার স্বপ্ন ছিল। ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাও ছিল। অবশেষে ক্রিকেটে থেমেছি। আমি মনে করি, এখন বিমানের সঙ্গে আছি। আমার জায়গা থেকে সংস্থাটির সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করব আমি।’ সাকিব বলেন, ‘ছোট বেলায় যখন প্লেন উড়তো, আমি এবং আমার বন্ধুরা খেয়াল করতাম সেটি কোন এয়ারলাইন্সের। তখন থেকেই বিমানের প্রতি আগ্রহ তৈরি হয় আমার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশের বিমান ব্যবস্থার উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি সবাই এক হয়ে কাজ করি তাহলে আমাদের বিমান সংস্থা অন্যান্য যেকোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।’ ইংল্যান্ড সিরিজের পরই দুবাইয়ে উড়ে যান সাকিব আল হাসান। সেখানে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। দিন দুয়েক আগে আয়ারল্যান্ড সিরিজের এক ফাঁকেই ঢাকায় উড়ে এসে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সমাবর্তনে অংশ নেন সাকিব। এবার বিমান বাংলাদেশের অনুষ্ঠান। এত ব্যস্ততা কীভাবে সামাল দেন সাকিব? টাইগার অধিনায়কের উত্তর, ‘যে পারে সে সবই পারে।’ অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘সাকিবের মতো একজন ক্রিকেটার আমাদের দেশে বা বিদেশে দ্বিতীয়টি জন্ম নেবেন কি না, সেটি সত্যিই একটা প্রশ্নের দাবি রাখে। এমন একজন ব্যক্তিকে নিজেদের অংশ বানাতে পেরে বাংলাদেশ বিমান কৃতজ্ঞ।’