খেলা
বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডের মাঝে বিরতি দু’দিন। এই ফাঁকে সিলেট থেকে ঢাকায় উড়ে এলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। রাজধানীতে এসে বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দফতরে চুক্তি সাক্ষর করেন সাকিব আল হাসান। এয়ারলাইন্স সংস্থাটির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিমান বাংলাদেশের সেই অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘শৈশবে পাইলট হওয়ার স্বপ্ন ছিল। ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাও ছিল। অবশেষে ক্রিকেটে থেমেছি। আমি মনে করি, এখন বিমানের সঙ্গে আছি।
বিজ্ঞাপন