ঢাকা, ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

যে কারণে বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মানছেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক

(১১ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৩:১০ অপরাহ্ন

mzamin

অক্টোবরে আরম্ভ হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য আসর শুরুর ৭ মাসের বেশি সময় বাকি থাকলেও দলগুলোর শিরোপা সম্ভাবনা নিয়ে এখনই চলছে চুলচেরা বিশ্লেষণ। কারোর চোখে ফেভারিট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সর্বোচ্চ পাঁচ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার পাল্লাও কম ভারী নয়। কেউ মত দিচ্ছেন স্বাগতিক ভারতের পক্ষে। উপমহাদেশের আবহে পাকিস্তানকেও সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে বেছে নিয়েছেন অনেকে। সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামও নিজের দেশকে নিয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। জানিয়েছেন, ভারতের মাটিতে পাকিস্তানের ফেভারিট হওয়ার কারণও।

১৯৯২ সালে প্রথম এবং সবশেষ বিশ্বকাপ জেতে পাকিস্তান। ২০১১ সালে দ্বিতীয় ওয়ানডে ট্রফি ওঠে ভারতের শোকেসে। ঘরের মাঠে তৃতীয় কাপ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন
৩১ বছরের খরা কাটিয়ে ট্রফি উঁচিয়ে ধরতে চাইবে পাকিস্তানও। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন হওয়ায় এই দুই জায়ান্ট দলের চর্চাই হচ্ছে বেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, ‘অবশ্যই পাকিস্তানের কথা বলব। আমার চোখে দুই (পাকিস্তান-ভারত) দলই অসাধারণ।’ 

ভারতের প্রশংসা করার পরই নিজেদের শ্রেষ্ঠত্বের কারণগুলো ব্যাখ্যা করেন ওয়াসিম। তিনি বলেন, ‘আমাদের অধিনায়ক (বাবর আজম) একজন অসাধারণ খেলোয়াড়। আমাদের ফাস্ট বোলিং লাইনআপও বিশ্বের অন্যতম সেরা।’ 

বোলিং লাইনআপই আকরামের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তিনি বলেন, ‘বিশ্বকাপে ভারতের পিচগুলো ব্যাটিং সহায়ক হবে। তাই যে দলের বোলিং আক্রমণ শক্তিশালী, সে দলই বিশ্বকাপ জিতবে।’
ওয়াসিম বলেন, ‘শাহীন আফ্রিদি এ মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন। পিএসএলে ওর নেতৃত্বে লাহোর টানা দুবার শিরোপা জিতেছে। হারিস রউফ, নাসিম শাহরাও ভালো করেছে। মোহাম্মদ হাসনাইনের কথাও বলতে হয়।’ 

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status