বিশ্বজমিন
বিশ্বজুড়ে রোজার সময়ে ৬ ঘণ্টা পর্যন্ত পার্থক্য
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন
শুরু হতে চলেছে মুসলিমদের পবিত্র মাস রমজান। বিশ্বজুড়ে মুসলিমরা আগামী এক মাস রোজা রাখবেন। তবে বিভিন্ন দেশে রোজার সময় একেক রকম। কোনো কোনো দেশে রোজার সময়কাল ১২ ঘণ্টা আবার কোনো কোনো দেশে তা ১৮ ঘণ্টা। বিশ্বের কোথায় আপনি অবস্থান করছেন তার ওপর নির্ভর করছে এই সময়কাল।
কেনো প্রতি বছর আলাদা আলাদা সময়ে রমজান মাস শুরু হয়?
সাধারণত প্রতি বছর ১০ থেকে ১২ দিন পূর্বে রমজান শুরু হয়। এর কারণ ইসলামিক ক্যালেন্ডারে মাস হয় ২৯ কিংবা ৩০ দিনে। চাঁদ দেখার ওপর নির্ভর করে মক্কায় ২৩শে মার্চ রোজা শুরু হতে পারে। চন্দ্র বর্ষ সবসময় সৌর বর্ষের থেকে ১১ দিন কম হয়। এ কারণে ২০৩০ সালে দুই বার রমজান মাস দেখা যাবে। ওই প্রথম রমজান শুরু হবে ৫ই জানুয়ারি এবং দ্বিতীয়টি শুরু হবে ২৫শে ডিসেম্বর। ২৩শে মার্চ আবারও রমজান শুরু হবে ৩৩ বছর পর ২০৫৬ সালে।
বিশ্বজুড়ে রোজার সময়ে পার্থক্য
বিশ্বের একেক প্রান্তে দিনের সময়ের পার্থক্যের কারণে রোজার সময়েও কমবেশি হয়। আপনি পৃথিবীর কোন প্রান্তে অবস্থান করছেন তার উপর নির্ভর করছে রোজার সময় কেমন হবে। একেবারে দক্ষিণের দেশগুলো যেমন চিলি ও নিউজিল্যান্ডের মুসলিমদের ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। অপরদিকে আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মুসলিমদের রোজা রাখতে হবে প্রায় ১৮ ঘণ্টা করে।
যেসব মুসলিম উত্তর গোলার্ধে বাস করেন তাদেরকে গত বছরের তুলনায় এ বছর কম সময় রোজা রাখতে হবে। ২০৩১ সাল পর্যন্ত এই সময়সীমা কমতে থাকবে। এরপর আবারও আস্তে আস্তে রোজার সময় বাড়তে থাকবে সেখানে। আর বিষুবরেখার দক্ষিণে থাকা মুসলিমদের জন্য এটি পুরো উল্টো হবে।
এ বছর বিশ্বের প্রধান শহরগুলোতে রোজার গড় সময় হচ্ছে:
-নুউক, গ্রিনল্যান্ড: ১৭ ঘন্টা
- রেকজাভিক, আইসল্যান্ড: ১৭ ঘন্টা
- হেলসিঙ্কি, ফিনল্যান্ড: ১৭ ঘন্টা
- স্টকহোম, সুইডেন: ১৭ ঘন্টা
- গ্লাসগো, স্কটল্যান্ড: ১৭ ঘন্টা
- আমস্টারডাম, নেদারল্যান্ডস: ১৬ ঘন্টা
- ওয়ারশ, পোল্যান্ড: ১৬ ঘন্টা
- লন্ডন, বৃটেন: ১৬ ঘন্টা
- আস্তানা, কাজাখস্তান: ১৬ ঘন্টা
- ব্রাসেলস, বেলজিয়াম: ১৬ ঘন্টা
- প্যারিস, ফ্রান্স: ১৫ ঘন্টা
- জুরিখ, সুইজারল্যান্ড: ১৫ ঘন্টা
- বুখারেস্ট, রোমানিয়া: ১৫ ঘন্টা
- অটোয়া, কানাডা: ১৫ ঘন্টা
- সোফিয়া, বুলগেরিয়া: ১৫ ঘন্টা
- রোম, ইতালি: ১৫ ঘন্টা
- মাদ্রিদ, স্পেন: ১৫ ঘন্টা
- সারাজেভো, বসনিয়া ও হার্জেগোভিনা: ১৫ ঘন্টা
- লিসবন, পর্তুগাল: ১৪ ঘন্টা
- এথেন্স, গ্রীস: ১৪ ঘন্টা
- বেইজিং, চীন: ১৪ ঘন্টা
- ওয়াশিংটন, ডিসি, ইউএস: ১৪ ঘন্টা
- পিয়ংইয়ং, উত্তর কোরিয়া: ১৪ ঘন্টা
- আঙ্কারা, তুরস্ক: ১৪ ঘন্টা
- রাবাত, মরক্কো: ১৪ ঘন্টা
- টোকিও, জাপান: ১৪ ঘন্টা
- ইসলামাবাদ, পাকিস্তান: ১৪ ঘন্টা
- কাবুল, আফগানিস্তান: ১৪ ঘন্টা
- তেহরান, ইরান: ১৪ ঘন্টা
- বাগদাদ, ইরাক: ১৪ ঘন্টা
- বৈরুত, লেবানন: ১৪ ঘন্টা
- দামেস্ক, সিরিয়া: ১৪ ঘন্টা
- কায়রো, মিশর: ১৪ ঘন্টা
- জেরুজালেম: ১৪ ঘন্টা
- কুয়েত সিটি, কুয়েত: ১৪ ঘন্টা
- গাজা সিটি, প্যালেস্টাইন: ১৪ ঘন্টা
- নতুন দিল্লি, ভারত: ১৪ ঘন্টা
- হংকং: ১৪ ঘন্টা
- ঢাকা, বাংলাদেশ: ১৪ ঘন্টা
- মাস্কাট, ওমান: ১৪ ঘন্টা
- রিয়াদ, সৌদি আরব: ১৪ ঘন্টা
- দোহা, কাতার: ১৪ ঘন্টা
- দুবাই, সংযুক্ত আরব আমিরাত: ১৪ ঘন্টা
- এডেন, ইয়েমেন: ১৪ ঘন্টা
- আদ্দিস আবাবা, ইথিওপিয়া: ১৩ ঘন্টা
- ডাকার, সেনেগাল: ১৩ ঘন্টা
- আবুজা, নাইজেরিয়া: ১৩ ঘন্টা
- কলম্বো, শ্রীলঙ্কা: ১৩ ঘন্টা
- ব্যাংকক, থাইল্যান্ড: ১৩ ঘন্টা
- খার্তুম, সুদান: ১৩ ঘন্টা
- কুয়ালালামপুর, মালয়েশিয়া: ১৩ ঘন্টা
- সিঙ্গাপুর: ১৩ ঘন্টা
- নাইরোবি, কেনিয়া: ১৩ ঘন্টা
- লুয়ান্ডা, অ্যাঙ্গোলা: ১৩ ঘন্টা
- জাকার্তা, ইন্দোনেশিয়া: ১৩ ঘন্টা
- ব্রাসিলিয়া, ব্রাজিল: ১৩ ঘন্টা
- হারারে, জিম্বাবুয়ে: ১৩ ঘন্টা
- জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা: ১৩ ঘন্টা
- বুয়েনস আইরেস, আর্জেন্টিনা: ১২ ঘন্টা
- সিউদাদ দেল এস্টে, প্যারাগুয়ে: ১২ ঘন্টা
- কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা: ১২ ঘন্টা
- মন্টেভিডিও, উরুগুয়ে: ১২ ঘন্টা
- ক্যানবেরা, অস্ট্রেলিয়া: ১২ ঘন্টা
- পুয়ের্তো মন্ট, চিলি: ১২ ঘন্টা
- ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড: ১২ ঘন্টা