বাংলারজমিন
মানবজমিনের সাঘাটা প্রতিনিধির ওপর হামলা: যুবক আটক
উত্তরাঞ্চল প্রতিনিধি
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫১ অপরাহ্ন
.webp)
দৈনিক মানবজমিনের সাঘাটা প্রতিনিধি সোলায়মান আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা তামিম (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসী জানায়, সোমবার (২০শে মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ছোট কালোপানি গ্রামের ব্র্যাক অফিস এলাকায় নিজ বাড়ি সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন সাংবাদিক সোলায়মান আলী।
এসময় মো. তামিম (২০) সহ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক সোলায়মান আলীর ওপর আক্রমণ করে। অবস্থা বেগতিক দেখে সাংবাদিক সোলায়মান আলী চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে এসে তামিম নামের এক যুবককে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তাকে তুলে দেয়।
সাংবাদিক সোলায়মান আলী জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ প্রকাশের জেরে কারো প্ররোচনায় এই যুবক আমার উপর হামলা করে। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করতে প্রশাসনকে অনুরোধ করা হলো।
তদন্ত কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রাকিব হাসান বলেন, আটককৃত যুবককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।