খেলা
নাফীসকে ছুঁলেন লিটন
স্পোর্টস রিপোর্টার
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাথু হামফ্রেজকে ছক্কা মেরে একসঙ্গে দু’টি মাইলফলকে পৌঁছান লিটন কুমার দাস। ওই শটে তার পূর্ণ হয় ফিফটি। রেকর্ড গড়ে স্পর্শ করেন ২ হাজার রানের মাইলফকও। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই অর্জন ধরা দেয় লিটনের। শুরুতে একটু সময় নিলেও পরে দারুণ ব্যাটিংয়ে তিনি ফিফটি করে ফেলেন ৫৩ বলে। শেষ পর্যন্ত ৭১ বলে ৭০ রান করে আউট হন এই ওপেনার। বাংলাদেশের হয়ে রেকর্ড দ্রুততায় পা রাখলেন তিনি ২ হাজার ওয়ানডে রানে। যেখানে তার সঙ্গী শাহরিয়ার নাফীস। ২ হাজার ছুঁতে এই দু’জনেরই লাগে ৬৫ ওয়ানডে ইনিংস। নাফীসের রেকর্ডটি গড়েছিলেন ২০১১ বিশ্বকাপে, চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ৩৭ রানের ইনিংসের পথে।
বিজ্ঞাপন