খেলা
যুবাদের টানা দ্বিতীয় হার
স্পোর্টস রিপোর্টার
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি বাংলাদেশের কেউ। আহরার আমিনের ফিফটি ও বাকিদের টুকটাক অবদানে কোনোমতে দুইশ পার করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বোলাররাও পারেননি নিজেদের মেলে ধরতে। যার ফলে সিনাথ জয়াবর্ধনের সেঞ্চুরি ও হিরুন কাপুরুবান্দারার হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
২ ছক্কা ও ৩ চারে ৫০ রান করেন আহরার। ৩৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ৪০ রান আসে জিশানের ব্যাট থেকে। এতে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা জয়ের ভিত গড়ে ফেলে কাপুরুবান্দারা ও জয়াবর্ধনের ৯৫ রানের উদ্বোধনী জুটিতে। ১ ছক্কা ও ৯ চারে ৫২ রান করেন কাপুরুবান্দারা। দলকে জয়ের দুয়ারে পৌঁছে দিয়ে জয়াবর্ধনে ফেরেন ২ ছক্কা ও ৯ চারে ১০১ রান করে।