ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

‘প্রতিদিন দেশের মানুষ ১৬ কোটি কাপ চা খান’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার

প্রতিদিন দেশের মানুষ ১৬ কোটি কাপ চা খান। গত রোববার শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি এ তথ্য জানান। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণে চা বোর্ড চেয়ারম্যান প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্যে বলেন, দেশে চলতি মৌমুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০২ মিলিয়ন কেজি। তিনি বলেন, লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের পদক্ষেপ নিয়েছে চা বোর্ড। চা গবেষণা ইনস্টটিটিউট সূত্র জানায়, দেশে বর্তমানে চা পায়ী মানুষের সংখ্যা কতো তা নিয়ে কাজ করছে চা গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বিভাগ। খুব শিগগিরই এ তথ্য জানা যাবে। এ সময় চা বোর্ডের সচিব মোছা. সুমনী আকতার, চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উদ্ভিদ বিদ্যা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ, কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, কৃষিতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ রানা, পরিসংখ্যান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেফালী বুনার্জি, ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status