খেলা
শিশু পুত্র মারা যাওয়ার আগে তিনবার গর্ভপাত করেছিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

২০২২ সালের এপ্রিলে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সদ্যজাত সন্তানদের মধ্যে শিশু মেয়ে সুস্থ থাকলেও ছেলেকে বাঁচাতে পারেননি রোনালদো। হৃদয়বিদারক সেই ঘটনার আগে তিনবার গর্ভপাত করেছিলেন জর্জিনা। বিষয়টি নিজেই জানিয়েছেন রোনালদোর প্রেমিকা।
২০২১ সালের অক্টোবরে যমজ সন্তান আগমনের ঘোষণা দিয়েছিলেন রোনালদো ও তার জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। শিশু পুত্রের মৃত্যুর সেই খবর রোনালদো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। সম্প্রতি সেই কষ্টদায়ক ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন রনের প্রেমিকা জর্জিনা। দ্য সানের বরাত দিয়ে আরেক বৃটিশ গণমাধ্যম লিডিং বৃটেইনস কনভারসেশনের (এলবিসি) এক প্রতিবেদনে বলা হয়, শিগগির নেটফ্লিক্সে জর্জিনা রদ্রিগেজের ‘আই এম জর্জিনা’ নামে একটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশ পাবে। আর সেখানেই পুত্র সন্তান হারানোর ঘটনা বর্ণনা করেন জর্জিনা। তিনি বলেন, ‘গায়নোকোলজিস্টের সঙ্গে দেখা করে আসলেই সেদিন রাতে দুঃস্বপ্ন দেখতাম আমি। আমার সন্তানদের অবস্থা নিয়ে ভীত ছিলাম।
এরপরই গর্ভপাতের বিষয়ে কথা বলেন জর্জিনা রদ্রিগেজ। তিনি বলেন, ‘প্রত্যেক আল্ট্রাসাউন্ড থেরাপির সময় ভয় পেতাম আমি। আমার দুশ্চিন্তার কারণও ছিল। এর আগে আমি তিনবার গর্ভপাত করি। যাতে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম।’
শিশু পুত্রের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছিলেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, আমাদের ছেলে শিশুটি মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্যই এটা সবচেয়ে কষ্টদায়ক অভিজ্ঞতা। মেয়ে শিশুটি জন্ম নেয়ায় এই কষ্টের মুহূর্তে খানিকটা আশা নিয়ে লড়াই করতে পারছি। আমাদের ছেলে শিশু, তুমি আমাদের দেবদূত। আমরা সব সময় তোমাকে ভালোবাসব।’
২০১০ সালের ১৭ই জুন প্রথম বাবা হন ক্রিস্টিয়ানো রোনালদো। সারোগেট মায়ের গর্ভে জন্ম নেয় তার প্রথম ছেলে সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র। ২০১৭ সালের জুনে খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্রে আরেক সারোগেট মায়ের গর্ভে জন্ম নেয় রোনালদোর জমজ সন্তান। তাদের নাম এভা ও মাত্তেও। এর এক মাস পর রোনালদো এক সাক্ষাৎকারে জানান, তিনি ও তার বান্ধবী জর্জিনা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। ২০১৭ সালের নভেম্বরে রোনালদো-জর্জিনা যুগলের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান আলানা মার্তিনা। সবশেষ রোনালদোর যমজ সন্তানদের মধ্যে সুস্থ থাকা মেয়ে সন্তানের নাম বেল্লা এসমেরালদা।