খেলা
অভিষেক রাঙিয়ে হৃদয়ের আক্ষেপ
স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
ওয়ানডে অভিষেকে বাংলাদেশের কেউ এখনো সেঞ্চুরি করেননি। এমনকি ছুঁতে পারেননি ৯০ এর ঘরও। কিন্তু তৌহিদ হৃদয় যেন সব ইতিহাস ভেঙে দিতে মাঠে নেমেছিলেন। দেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি থেকে পৌঁছে গিয়েছিলেন মাত্র ৮ রান দূরে। কিন্তু হলো না! অভিষেক রাঙালেও সাজঘরে ফিরলেন আক্ষেপ নিয়ে। গতকাল আয়ারল্যান্ডের বিপেক্ষ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেন হৃদয়। অভিষেকে নার্ভাস নাইনটিজে এর আগে আউট হয়েছেন বিশ্বের ৬ ব্যাটার। সেই বিরল তালিকায় তৌহিদ যুক্ত করেছেন নিজের নাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হৃদয় ৫ নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন, ক্রিজে ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ তখন ৮১ রানে তিন উইকেট হারিয়ে সংগ্রাম করছে।
বিজ্ঞাপন