বাংলারজমিন
সিলেটে সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ মার্চ ২০২৩, রবিবার
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সিলেট ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন গতকাল দুপুরে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সিলেটের সভাপতি মো. সমশের আলী। সমিতির সিলেট মহানগর শাখার সভাপতি আ.ক.ম. আব্দুজ জাহির এর সভাপতিত্বে ও সিলেটের সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগরের সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ও গীতা পাঠ করেন অমিতোষ কুমার মণ্ডল। মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবীর এম.এ.জি ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান, সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. লুৎফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি জহুরা বেগম, সহ-সম্পাদক জোছনা বেগম ও মো. আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মিয়া মিলন ও আব্দুর রউফ, প্রচার সম্পাদক বদরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক পিয়া রায়, সহশিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ, সদর উপজেলা সভাপতি শিশির কান্তি দেবনাথ, সাধারণ মোস্তাক আহমদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি আলী আমজদ ভূঁইয়া, সহ-সভাপতি শাহজাহান জামিল, সাধারণ আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক তারক চন্দ্র সরকার, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ মো. ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক সংগীত চক্রবর্তী, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইবুল ইসলাম, শিক্ষক সৈয়দ নুরুল হাফিজ, ফরিদ, উদ্দিন উদ্দিন, জীবন কৃষ্ণ সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘দেশে কোনো বৈষম্য থাকবে না।’ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ মাধ্যমিক শিক্ষকরা বৈষম্যের শিকার। বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তারা আজ নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন এটা দুঃখজনক। শিক্ষকরা তাদের দুঃখ ও কষ্টের কথা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, সেই স্লোগানকে সামনে রেখে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করতে হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
মনোনয়নবঞ্চিত এমপি নূর মোহাম্মদ/ কিশোরগঞ্জের তিন আসনে আবারো তিন প্রেসিডেন্টের সন্তান

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]