বাংলারজমিন
সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করছে: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। যার জন্যই বাংলাদেশ এখন বিশ্ব দরবারে প্রসংশীত বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার সকালে ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত ‘যুব উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সাসটেইনেবল কোষ্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ যুব উৎসব উদযাপন করা হয়।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশ এখন ডিজিটাল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে খুব শিগগিরই বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্তমান সরকারকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে যুব উৎসবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]