বিশ্বজমিন
গ্রেপ্তার হলে দল চালাতে কমিটি করেছেন ইমরান
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

গ্রেপ্তার করা হলে দল চলবে কিভাবে, সে জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার আদালতে হাজির হওয়ার কয়েক ঘন্টা আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান খান। তিনি গত বছর ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ফলে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। মঙ্গলবার তাকে গ্রেপ্তারের ব্যর্থ চেষ্টা চালায় পুলিশ। এর ফলে ব্যাপক সহিংসতা হয়। পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘাত ভয়াবহতায় রূপ নেয়। দিনের শুরুতে ইসলামাবাদমুখী যাত্রা করার আগে লাহোরের বাসভবন থেকে ৭০ বছর বয়সী ইমরান খান বলেন, যদি আমাকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়, তাহলে স্পষ্টটই সিদ্ধান্ত নেবে আমার গঠন করে দেয়া কমিটি। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ৯৪টি মামলা আছে।
নভেম্বরে প্রচারণা চলানোর সময় ইমরান খানকে গুলি করা হয়।
ওদিকে ইমরান খানের বিরুদ্ধে মামলায় হাত থাকার কথা প্রত্যাখ্যান করেছে সরকার। প্রায় ৭৫ বছর স্বাধীন পাকিস্তান। এর মধ্যে প্রায় অর্ধেকটা সময় দেশটি শাসন করেছে সেনাবাহিনী। তারা এখনও বলে, রাজনীতির বিষয়ে তারা নিরপেক্ষ। ইমরান খান বলেন, তাকে এখন গ্রেপ্তার করার কোনো কারণ থাকতে পারে না। কারণ, সব মামলায় তিনি জামিনে আছেন। যদি কোনো একটি মামলায় অভিযুক্ত প্রমাণিত হন তাহলে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান নভেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অযোগ্য হতে পারেন। ইমরান বলেন, এস্টাবলিশমেন্ট আমার পক্ষ থেকে হুমকি মনে করছে। ইস্যু হলো এটাই।