ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
mzamin

শুরুতে যা একটা লড়াই করলো ইংল্যান্ড। এরপর দাপুটে বাংলাদেশের সঙ্গে পেরে উঠলো না কোনোভাবেই। ইংল্যান্ডকে উড়িয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে উঠলেন তুহিন-মিজানরা। পল্টনের ভলিবল স্টেডিয়ামে গতকাল ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২৯-১০ ব্যবধানে। টানা চার জয়ে সেরা চার নিশ্চিত হলো বাংলাদেশের। পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে এ আসরে শুভ সূচনা করা লাল-সবুজ জার্সিধারীরা পরের দুই ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে ও নেপালকে ৪০-২৪ পয়েন্টে হারিয়েছিল। আজ গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাকের মুখোমুখি হবে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে এই জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আমরা এই জয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উনার প্রতি উৎসর্গ করছি।’ ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিলেন কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। তুহিন তরফদার প্রথম রেইডেই এক পয়েন্ট এনে দেন। একের পর এক পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। খেলার ছয় মিনিটের মাথায় ঘটে যায় দুঃখজনক ঘটনা। ইংল্যান্ডের এক রেইডারকে ধরতে গিয়ে কপালে আঘাত পান বাংলাদেশের দুই ক্যাচার রাসেল হাসান  ও রোমান হোসাইন। রক্তে হাত ভিজে যায় রাসেলের। স্ট্রেচারে করে ম্যাট ছাড়তে হয় রোমান হোসাইনকে। দু’জনের কপালে একটি করে সেলাই দিতে হয়েছে। ফলে রাসেল ও রোমানের পরিবর্তে নামানো হয় আরিফ রাব্বানী ও আল আমিনকে। স্বাগতিক দলের অন্যতম দুই সেরা ক্যাচার আহত হয়ে ম্যাটের বাইরে চলে গেলেও নৈপুন্যে ছেদ পড়েনি। এই দুই ক্যাচারের অভাব অনুভব করতে দেননি অন্যরা। পরক্ষণেই মিজানের রেইডে তিন ক্যাচার ম্যাট ছাড়লে আরও এগিয়ে যায় বাংলাদেশ। আধিপত্য ধরে রেখে প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাকি থাকা ইংল্যান্ডের একজন রেইডারকে ধরে আরেকটি লোনা তুলে নেন তুহিনরা। শেষ পর্যন্ত চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে চলে যায় স্বাগিতকরা। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাাংলাদেশের মিজানুর রহমান।  
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status