খেলা
নানা আয়োজনে জাতির জনকের জন্মবার্ষিকী উদ্যাপন
স্পোর্টস রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবারজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ছিল গতকাল। ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তাঁর। গতকাল দেশজুড়ে পালিত হয়েছে জাতির জনকের ১০৩তম জন্মবার্ষিকী। বাদ যায়নি ক্রীড়াঙ্গণও। গতকাল অনুশীলন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটেছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন শেষে দুপুর ১টার দিকে স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করেন ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কোচিং স্টাফও। কেক কাটার মূল দায়িত্ব পালন করেন তৌহিদ হৃদয়। তার পাশে দাঁড়ান সাকিব-তামিমরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও নানা আয়োজনে জাতীর জনকের জন্মদিন পালন করেছে। সকালে কুরআন তিলওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু করে বাফুফে। শেষ হয় বিকেলে কেক কেটে। এছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়কে জাতির জনকের প্রতি উৎসর্গ করেছে বাংলাদেশ কাবাডি দল।