ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

বিশ্বজমিন

আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলিরা

মানবজমিন ডেস্ক

(৫ দিন আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৯:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৪ অপরাহ্ন

mzamin

দখলীকৃত জেনিনের পশ্চিমতীরে এক টিনেজারসহ কমপক্ষে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ নিয়ে এ বছর তাদের হাতে প্রাণ দিলেন কমপক্ষে ৮৩ ফিলিস্তিনি। গত বছর শেষের দিকে পশ্চিমতীরে তীব্র অপারেশন চালিয়েছিল ইসরাইল। তারপর বৃহস্পতিবারের অভিযান ছিল জোরালো। এ সময় ইসরাইলিরা ছদ্মবেশ ধরে অভিযান চালায়। তারা ছড়িয়ে পড়ে জেনিনের ডাউনটাউনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা। নিহতরা হলেন ইউসেফ শ্রেম (২৯), নিদাল খাজিম (২৮), ওমর আওয়াদিন (১৬)। নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরাইলি সেনারা বলেছে, তাদের নিরাপত্তা রক্ষীরা জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে।

বিজ্ঞাপন
উল্লেখ্য, জেনিন হলো পশ্চিমতীরের উত্তরাঞ্চলের একটি এলাকা। সেখান গত বছর তীব্র অভিযান চালায় ইসরাইলিরা। ২০২২ সালে সেখানে ইসরাইলের অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ১৭০ জন ফিলিস্তিনি। তাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।  

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status