ঢাকা, ২৫ মার্চ ২০২৩, শনিবার, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ভারত

আদানি ইস্যুতে বিরোধী সাংসদদের পদযাত্রা, ইডিকে স্মারকলিপি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ সপ্তাহ আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৩ অপরাহ্ন

সংসদ ভবন থেকে এনফোর্সমেন্ট-ইডির অফিস। বুধবার দুপুরে এই কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিলেন বিরোধী সাংসদরা। পার্লামেন্টে এদিন তুমুল হইচই হয় রাহুল গান্ধীকে কেন্দ্র করে।  বিজেপি সাংসদরা দাবি তোলেন, রাহুলকে বহিষ্কারের। এরই মাঝে রাজ্য সভার অধিবেশন মুলতবি হয়ে যায় দুপুর দুটো পর্যন্ত। সংসদের বিরোধী সাংসদরা এরপরই মিলিতভাবে সিদ্ধান্ত নেন ইডিকে একটি স্মারকলিপি দেয়ার।  এই স্মারকলিপিতে বিরোধীরা লিখেছেন, ইডি যেভাবে তৎপরতা দেখাচ্ছে বিরোধীদের সম্পর্কে তদন্ত করতে,  কিন্তু বিরাট অর্থনৈতিক স্ক্যাম করলেও আদানি সম্পর্কে ইডি কোনো তদন্ত করছে না।  সরকারি এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিরোধী নেতাদের নিয়ে তদন্তে। অথচ আদানি সম্পর্কে তারা নীরবতাকেই হিরন্ময় বলে মনে করছে।  উল্লেখযোগ্য, আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে তদন্তের দায়িত্ব থাকলেও ইডি আদানি সম্পর্কে কোনো তদন্ত করেনি।

বিজ্ঞাপন
বলা হয়েছে,  সেবি এই ব্যাপারে তদন্ত করে দু'মাসের মধ্যে রিপোর্ট দেবে। সংসদ আদানি প্রসঙ্গে আজ ফের উত্তপ্ত হয় প্রধানমন্ত্রী এই নিয়ে কোনো বিবৃতি না দেয়ায়। সাংসদরা বলেন, ভারতীয় গ্রাহকদের টাকা নয়ছয় করে আদানি ছেলের বিয়ে দিচ্ছেন। অথচ, প্রধানমন্ত্রী নীরব।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]anabzamin.com
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status