ভারত
নতুন গাড়ি কিনলেন নীতা আম্বানি, দাম শুনলে চোখ কপালে উঠবে!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৯ অপরাহ্ন

তার স্বামী মুকেশ আম্বানি বিশ্বের ধনী তালিকায় আট নম্বরে। তিনি একশ’ কোটি টাকা দামের গাড়ি কিনবেন না তো কে কিনবেন! এর আগে ৯০ কোটি টাকা দামের অডি এ-নাইন চামেলিয়ন গাড়ি চড়ে তিনি অফিস যেতেন। এবার মার্কিন মুলুক থেকে উড়িয়ে আনা ক্রোমো জেলো গাড়ি করেই তিনি অফিস যাবেন। নীতা আম্বানি জিনিসপত্রের ব্যাপারে বেশ সৌখিন। দামি জিনিস না হলে তার পছন্দই হয় না। বলা হয়ে থাকে, আন্টিলায় তার শয়নকক্ষের সব কিছু নাকি সোনা দিয়ে বাঁধানো। তবে, এই ব্যাপারে স্পষ্ট তথ্য না পাওয়া গেলেও তার মোবাইল ফোনগুলো যে গোল্ড প্লেটেড তাতে আর সন্দেহ কী! যে মুঠোফোনটা নীতা আম্বানির হাতে থাকে তার দামই নাকি ৫০ লাখের বেশি। দেশ-বিদেশের বিভিন্ন রকমের জুতোর শখ আছে নীতার। এই ব্যাপারে তিনি ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের স্ত্রী ইমেলদা মার্কোসকে টেক্কা দিতে পারেন। ইমেলদা রাজপ্রাসাদ থেকে নির্বাসিত হওয়ার পর তার ২৫ জোড়া দামি জুতোর সন্ধান পাওয়া যায়।