বাংলারজমিন
নোয়াখালীতে চেয়ারম্যান মেম্বারদের শপথগ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবারনোয়াখালীতে ৩ চেয়ারম্যান ও ৩৬ মেম্বারের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্নই, ৬নং নোয়াখালী এবং ৭নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের শপথগ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় নোয়াখালী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। নোয়াখালী সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রাজিবুল হাসান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন জেহান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়োজিদ বিন আকন্দ, নোয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, মহিলা মেম্বার শাহিদা আক্তার ও জাহিদুল ইসলাম মেম্বার প্রমুখ। সকালে নোয়ান্নই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সিদ্দিকুর রহমান সাবু, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে শপথ গ্রহণ করেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]