বাংলারজমিন
সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জসিম আরও ৩ মামলায় গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবারনির্বাচনী সহিংসতার ঘটনায় সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
গতকাল সকালে চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়াল আদালত-২ এর ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার এ আদেশ দেন। এর আগে গত রোববার সাবেক খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা’র আদালতে দুইটি মামলায় আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ৭ই ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
মামলায় প্রথমে জসিম উদ্দিন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে জামিনের নির্ধারিত তারিখের মধ্যে নিম্ন আদালতে হাজির না হয়ে আদালত অবমাননা করেন তিনি। জানা যায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মোট দশটি মামলা হয়। সবক’টিতেই জসিম উদ্দিনকে আসামি করা হয়। এসব মামলায় তার বিরুদ্ধে রয়েছে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।