শেষের পাতা
ঢাকার আদালতে অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবারঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বেলা সোয়া ১টার দিকে আদালত ভবনের নিচতলার মালখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, আমরা দুপুর ১টা ১৫ মিনিটে খবর পাই ঢাকা চিফ জুডিশিয়াল আদালতের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে কাজ শুরু করলে ২টা ১২ মিনিটে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য আমরা তিন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করবো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, তাদের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যায়। সিজেএম আদালতের ১০ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই এ ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় থাকা আসামিদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, আগুন লাগার সময় ওই ভবনের বিভিন্ন তলায় আদালতের কার্যক্রম চলছিল। বিচারক, আইনজীবীসহ অনেক বিচারপ্রার্থী সেখানে ছিলেন। আগুন লাগার পর ধোঁয়ার মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সবাই দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।