খেলা
আর্জেন্টিনার ঘরোয়া লীগে উড়লো বাংলাদেশের পতাকা
স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাংলাদেশে নতুন নয়। ওয়ার্ল্ডকাপ চলাকালে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের পতাকা উড়িয়ে নিজেদের ফুটবল প্রেমের জানান দেন এদেশের মানুষ। কাতার বিশ্বকাপে বাংলাদেশিদের নিরঙ্কুশ সমর্থন ফলাও করে প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমগুলোতে। যা চোখে পড়েছে আর্জেন্টিনারও। খোদ লিওনেল মেসি বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। এবার বাংলাদেশের পতাকা উড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো আর্জেন্টাইন লীগ কর্তৃপক্ষ। আর্জেন্টাইন প্রিমেইরা ডিভিশন লীগে গতকাল দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে আর্জেন্টিনার পতাকা উড়ানো হয়। তার মাঝে ছিল বাংলাদেশের বড় একটি লাল-সবুজ পতাকা। সেই ছবি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে আর্জেন্টিনার ঘরোয়া লীগের আয়োজক ‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা আফা’।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]