ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ষষ্ঠবার সাম্বা ডি’অর জিতলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
mzamin

আকার ব্যালন ডি’অরের মতোই। একটা স্তম্ভের ওপর বসানো বলটির নাম ‘সাম্বা গোল্ড’। সোনায় মোড়ানো পুরস্কারটি দেয় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সাম্বাফুট। টানা তৃতীয় এবং মোট ষষ্ঠবারের মতো এই সাম্বা ডি’অর জিতলেন নেইমার। এক পঞ্জিকাবর্ষের পারফরম্যান্সের হিসেবে দেশের বাইরে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের দেয়া হয় সাম্বা ডি’অর পুরস্কার। ইংলিশ ক্রীড়া মাধ্যম গোল ডটকম জানিয়েছে, সাংবাদিক, সাবেক ফুটবলার এবং সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে ২০২২ সালের সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নির্বাচিত হন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্বা ডি’অর জেতার ছবি পোস্ট করে পিএসজি স্টার লিখেন, ‘ষষ্ঠ বার (জিতলাম)’। পোস্টকৃত ছবি দুটোর একটিতে দেখা যায় সাম্বা গোল্ড ধরে আছেন নেইমার। অপরটিতে ট্রফিতে চুমু খাচ্ছেন তিনি। সাম্বা ডি’অরের জন্য প্রাথমিকভাবে ৩০ জন ফুটবলারকে বাছাই করে সাম্বাফুট।

বিজ্ঞাপন
এর মধ্য থেকে সেরাদের সেরা নির্বাচন করা হয়। গোল ডটকম জানিয়েছে, ২০২২ সালের সেরা হওয়ার দৌড়ে সর্বোচ্চ ১২ জন ছিলেন প্রিমিয়ার লীগ থেকে।  ২০০৮ সালে প্রবর্তিত হয় সাম্বা ডি’অর। প্রথমবার এই পুরস্কার জেতেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিকার্দো কাকা। সর্বোচ্চ ছয় শিরোপা নেইমারের। ২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে সাম্বা গোল্ড জিতলেন পিএসজি তারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি সাম্বা ডি’র থিয়াগো সিলভার। একবার করে জিতেছেন লুইস ফ্যাবিয়ানো, মাইকন, রবার্তো ফিরমিনো এবং আলিসন বেকার।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status