বিশ্বজমিন
তুরস্কের দক্ষিণ-পূর্বে ৩ মাসের জরুরি অবস্থা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন

ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়তেই থাকায় দেশের দক্ষিণ-পূর্বে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। শুধু তুরস্কে নিহতের সংখ্যা ১৩০ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫৪৯। এ ঘোষণা দিয়ে তিনি জরুরি অবস্থা জারি করেন। তিনি বলেন, বিপন্ন ভূমিকম্প কবলিত জোনে আছে দেশটির কমপক্ষে ১০টি শহর। সাহায্যের নিশ্চয়তা পেয়েছেন ৭০টি দেশ থেকে। তিনি গৃহহীন মানুষদের অস্থায়ী আবাস হিসেবে আন্তালয়ার হোটেলগুলোকে ব্যবহারের পরিকল্পনা ঘোষণা করেছেন।