বাংলারজমিন
দাউদকান্দির আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:২২ অপরাহ্ন

দাউদকান্দি পৌরসভাস্থ দোনারচর নামক গ্রাম সংলগ্ন প্রধানমন্ত্রীর দেয়া ভূমিহীনদের স্বপ্নের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম। তিনি গতকাল বিকালে দাউদকান্দিতে এ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়ন প্রকল্পে বসবাস করা লোকজনদের সাথে কুশলাদি বিনিময় করে তাদের খোঁজ নেন এবং আশ্রয়নের বিভিন্ন সুবিধা-অসুবিধার ব্যাপারেও খবর নেন। জেলা প্রশাসক শামীম ভূমি ও গৃহহীনদেরকে দেয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গেও সুখময় কিছু সময় পার করেন। পরে জেলা প্রশাসক শামীম আলম স্মৃতি স্বরূপ দোনারচর নিকটস্থ আশ্রয়ন প্রকল্পে দুটি গাছ ও দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান একটি গাছ রোপণ করেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, উপজেলা ইঞ্জিনিয়ার আফসার হোসেন খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া, কার্য-সহকারী মো. আবির প্রধান।