খেলা
ক্লাব বিশ্বকাপের সেমিতেও বেনজেমাকে পাবে না রিয়াল
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫২ পূর্বাহ্ন

মায়োর্কার মাঠে পিছিয়ে পড়া ম্যাচে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে রোববার রাতের সেই লড়াইয়ে মার্কো আসেনসিও স্পটকিকে ব্যর্থ হলে পরাজয়ের স্বাদ পায় লস ব্লাঙ্কোরা। লা লিগার ম্যাচ হেরে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আসেনসিও’র অনভিজ্ঞতার দোহাই দেন। জানান, করিম বেনজেমার মতো সিনিয়র প্লেয়ার না থাকায় স্প্যানিশ উইঙ্গারের কাঁধে বর্তায় পেনাল্টি নেয়ার দায়িত্ব। অভিজ্ঞ বেনজেমাকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না রিয়াল। চোটের কারণে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবেন না ফরাসি ফরোয়ার্ড।
ফুটবল মাঠে ধুঁকছে রিয়াল মাদ্রিদ। নিজেদের শেষ তিন ম্যাচে এক জয় লস ব্লাঙ্কোদের। দুঃসময়ে করিম বেনজেমার অনুপস্থিতি বড় ধাক্কা রিয়ালের জন্য। স্প্যানিশ গণমাধ্যম ফুটবল এস্পানা জানিয়েছে, শুধু বেনজেমা নন; চোটের কারণে ক্লাব বিশ্বকাপের সেমিতে খেলতে পারবেন না রিয়ালের এক নম্বর গোলরক্ষক থিবো কোর্তো, উইঙ্গার লুকাজ ভাসকাজ এবং দুই ডিফেন্ডার এদের মিলিতাও ও ফেরলান্ড মেন্ডি। ভাসকাজ-মেন্ডির চোট গুরুতর হলেও বেনজেমা, কোর্তায়া এবং মিলিতাওকে দ্রুত মাঠে পাওয়ার আশা করছে রিয়াল।
আগামীকাল রাতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মিশরের দল আল আহলির মোকাবিলা করবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় মরক্কোর প্রিন্স মওলা আব্দেল্লাহ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।