বাংলারজমিন
নারায়ণগঞ্জ ঘুরে গেলেন বেলজিয়ামের রানী মাথিল্ডে
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে। গতকাল রানী নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফকির অ্যাপারেলস পরিদর্শন করেন। এ সময় রানীর সঙ্গে উপস্থিত ছিলেন ফকির অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, সহকারী পরিচালক ফকির নাফিজুজ্জামান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মো. হাতিম, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানসহ অন্যরা। রানী মাথিল্ডে জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন এডভোকেটের একজন। পরে রানী নারায়ণগঞ্জে ইউনিসেফ পরিচালিত একটি স্কুল পরিদর্শন করেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রতিষ্ঠান পরিদর্শন করে রানী অভিভূত হন এই কারণে যে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গ্রীন পোশাকশিল্প বাংলাদেশে এবং এগুলোতে আধুনিকতার ছোঁয়া আছে। রানী নারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। রানী জানতে চান, শ্রমিকদের জন্য কি কি ব্যবস্থা আছে। শ্রমিকদের কর্মঘন্টা কতোটুকু, শ্রমিকদের বাচ্চাদের কীভাবে রাখা হয় তাও জানতে চান তিনি।