ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

নির্বাচিত কলাম

চলতি পথে

হিরো আলমের ‘প্রশ্ন’ ও ‘হিম্মত’

শুভ কিবরিয়া
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবারmzamin

উল্লেখযোগ্য প্রশ্নটা ছুড়েছেন তিনি আমলাতন্ত্রের প্রতি। আমজনতাকে অবজ্ঞার মনোভঙ্গি স্বাধীন দেশেও ছাড়তে পারেনি আমাদের আমলাতন্ত্র। রাজা ও প্রজার দেশ তৈরি করে তারা যে বিভেদ-বিভাজনের মানসিকতা লালন করেন, সেই ব্যুরোক্রেটিক স্কুলিংয়ের প্রতি একটা গুরুতর প্রশ্নও তুলেছেন তিনি। বলেছেন, ‘শিক্ষিত সমাজের কিছু লোক আছেন, যারা আমাকে মেনে নিতে চান না। তারা মনে করেন, আমি পাস করলে বাংলাদেশের সম্মান যাবে, তাদের সম্মান যাবে। আমরা এত শিক্ষিত, হিরো আলমের মতো মূর্খকে স্যার বলে ডাকতে হবে। এ জন্য তারা আমাকে মানতে চান না। তারা আমার বিজয় মেনে নিতে পারেননি

 

ভোটের জগতে যখন মানুষের আর ভরসা নাই, উৎসাহ নাই, ভোট কেমন হতে পারে-সে সম্পর্কে যখন মানুষের পূর্বধারণা পাল্টানোর আর কোনো ব্যবস্থাই দৃশ্যমান নয়, তখন বগুড়া-৪ উপনির্বাচনে খ্যাতিমান ‘হিরো আলম’ নতুন নতুন সব প্রশ্ন তুলে ঝড় বইয়ে দিলেন আমাদের ভাবনার জগতে। অনেকের মুখোশ খুলে দিয়ে তাদের ভেতরের নোংরা চেহারাটা উন্মোচন করে দিলেন তিনি। মুখোশের আড়ালে আমাদের সমাজপতিদের নোংরা-ক্ষুদ্রতা আরেকবার দেখার সুযোগ মিললো সবার।
হিরো আলম কে, কীভাবে তার উত্থান, তার সামাজিক অবস্থান কি, সেটা জানা বিষয়।

বিজ্ঞাপন
কিন্তু অজানা যেটা ছিল সেটা হচ্ছে, নির্বাচনী মাঠে কোনো রাজনৈতিক দলের প্রতীক না নিয়েও, বিগ-শটদের প্রতিপক্ষ হয়ে সাহসের সঙ্গে লড়ে, হিরো আলম কেমনতর জনভোটের মানুষ হয়ে উঠলেন। প্রথমে তাকে ঠেকানোর চেষ্টা হয়েছে নির্বাহী বিভাগের বাধায়। সেটা তিনি উৎরে গেছেন বিচার বিভাগের নির্দেশে। তার মনোনয়ন বাতিল হয়েছে মাঠপ্রান্তে কিন্তু উচ্চ আদালত থেকে রায় পেয়ে তিনি নির্বাচনে লড়েছেন। সেই নির্বাচনে সামান্য ভোটে হেরেছেন। তার দাবি সুষ্ঠু ভোটের পর ফলাফল ঘোষণার কারসাজিতে তাকে হারানো হয়েছে। এই ফলাফল বাতিল করতে তিনি আদালতে যাবার ঘোষণাও দিয়েছেন।
ভোট কারচুপি, ভোটের ফলাফল ঘোষণায় জালিয়াতি, ভোটকেন্দ্রে মাস্তানি, ভোটকেন্দ্রে ভোটারদের বিপুল অনুপস্থিতি এসব নতুন ঘটনা নয়। এবারের সবগুলো উপনির্বাচন বিবেচনায় নিলে ইতিহাসের সেই ধারবাহিকতায় কোনো ব্যত্যয় নাই। ব্যত্যয় শুধু একজন প্রার্থী হিসেবে হিরো আলমের কণ্ঠ ও কাজের ভেতর দিয়ে যে নতুন সামাজিক লড়াই উঠে এসেছে সেটাই।

 


হিরো আলম প্রান্তিক মানুষ। তার চেহারা ভালো নয়। তার কাজ অনেকেরই অপছন্দ। অভিজাততন্ত্র তাকে নিজেদের কাতারে দেখতে অপারগ। কিন্তু হিরো আলম স্বশিক্ষিত। স্বচেষ্টায় আর্থিকভাবে প্রতিষ্ঠিত। নিজ কর্মগুণে এলাকার মানুষের কাছে জনপ্রিয়। দেশে ও দেশের বাইরে বিপুলভাবে খ্যাতিমান, সম্পূর্ণ নিজের চেষ্টায়। তাই হিরো আলমের সংসদ সদস্য হতে চাওয়াটা অনেকেই মানতে পারেন না। চান না। মজার বিষয় সেটা তারা গোপনও রাখেন না।
এই অবস্থা মোকাবিলায় হিরো আলম অকপট এবং অকুতোভয় সাহসী মানুষ। তাই তিনি বলতে পারেন অবলীলায়, ‘আমার এমপি হওয়া নিয়ে, সংসদে যাওয়া নিয়ে অনেকের ঘুম হারাম, মাথা কামড়ায়। একজন এমপি’র কাজ কী? সংসদে কথা বলা। আমি কি কথা বলতে পারি না? আমার চেহারা নিয়ে এত আপত্তি কেন? এত নাটক কেন? সেখানে কেন ভালো চেহারার লোক লাগবে? আমাকে সংসদে নিয়ে গিয়ে কি অভিনয় করাবেন? আমি আপনাদের মতো ভালো কথা বলতে পারি না। বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলি, এ জন্য আপনাদের বাঁধে। আপনাদের মা-বাবা আছে  সেজন্য পড়ালেখা করতে পেরেছেন, শিক্ষিত হয়েছেন। স্পিকার হয়েছেন, মন্ত্রী-এমপি হয়েছেন, কমিশনার, ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়েছেন। আমাদের মতো নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা হলে এটা হতে পারতেন না। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেন। অনেক এমপি তো স্বশিক্ষিত। সংসদে ঠিকমতো “স্পিকার” উচ্চারণ করতে পারেন না। আপনাদের এত যোগ্যতা থাকলে দেশের এই অবস্থা কেন? কেন জনগণ আপনাদের ধিক্কার দিচ্ছে।’
নিজের বেদনার কথা বলেছেন। অপ্রাপ্তির কথাও বলেছেন হিরো আলম। কিন্তু যে প্রশ্নটি তুলেছেন, অভিজাততন্ত্রকে লক্ষ্য করে, সেটা খুবই মৌলিক? ওই যে হিরো আলম বলেছেন, ‘আপনাদের এত যোগ্যতা থাকলে দেশের এই অবস্থা কেন?’  উপরে বসে থাকা আমলাতন্ত্র, রাজনীতিবিদ, পেশাজীবীরা সবাই তো যোগ্য, তাহলে দেশের এই অবস্থা কেন? কেন টাকা পাচার হয়? কেন বেগম পাড়া গড়ে ওঠে কানাডা, অস্ট্রেলিয়ায়? কেন রিজার্ভ চুরি হয়? কেন শেয়ার বাজারে লঙ্কাকাণ্ড ঘটে? কেন দেশে অর্থনৈতিক বৈষম্য এত দ্রুত বেড়ে উঠে? 

হিরো আলমের এই হিম্মত সম্ভবত প্রশ্ন করতে ভুলে যাওয়া জনমনে নতুন দোলা দিয়েছে। তাই সোশাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া তার পাশে দাঁড়াচ্ছে। তার সকল কথাকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে। এমনকি হিরো আলম বড় দুই রাজনৈতিক দলের বড় দুই নেতার বাহাসের বিষয়েও পরিণত হয়েছেন। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিরো আলমের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এই আওয়ামী লীগ হিরো আলমের কাছেও কতোটা অসহায়। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার সঙ্গে জিততে হয়।’ এই বক্তব্যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে ইঙ্গিত যেমন আছে তেমন হিরো আলমকে ‘যেমন তেমন’ ভাবার অভিজাততন্ত্রীয় ইঙ্গিতও আছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবশ্য বেশি রাখঢাক করেন নাই। মনের কথা সজোরেই বলেছেন, ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ হয়েছে।’
এই দুই রাজনৈতিক পক্ষের মনোভঙ্গির জবাব অবশ্য দিয়েছেন হিরো আলম, ‘আপনি (ওবায়দুল কাদের) বলেছেন, হিরো আলম নাকি জিরো হয়েছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কখনো জিরো করতে পারে না। হিরো হিরোই থাকে। আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। এটা আপনি ভুল বলেছেন। হিরোকে যারা জিরো বানাতে এসেছে, তারাই জিরো হয়েছে।’
বিএনপি নেতার বক্তব্যের প্রেক্ষিতে হিরো আলমের বক্তব্য, ‘মির্জা আলমগীর বলেছেন, এই সরকার এখন অসহায় হয়ে গেছে। এই সরকার অসহায় হয়েছে কি না, আমি জানি না। তবে আমি হিরো আলম যে অসহায় হয়েছি, এই প্রশ্নের জবাব কে দেবে? আমার ভোটের ফলাফল যে কেড়ে নেয়া হলো, এই প্রশ্নের জবাব কে দেবে? আমি কার কাছে বিচার দেবো। আমি যাদের কাছে বিচার দিতেছি, তারা কেউ বিচার করছে না।’

শুধু রাজনৈতিক নেতারাই নন, বহুপক্ষ থেকেই আক্রমণ আসছে হিরো আলমের প্রতি। একজন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা তাকে ইঙ্গিত করে কথা বলেছেন। তার জবাবটা অবশ্য খুব সুন্দর দিয়েছেন হিরো আলম। বলেছেন, ‘আপনি মাঠে এসে অভিযোগের তদন্ত না করে ঢাকা থেকেই হুট করে মন্তব্য করলেন। আপনি নন্দীগ্রামে এসে দেখেছিলেন, আমার এজেন্ট ছিল না? এজেন্ট ছিল, কিন্তু ফলাফলের কাগজ দেয়া হয়নি। ভোট নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না, এখনো নেই। ভোট সুষ্ঠু হয়েছে। ভোটে হেরে যাইনি। ফল চুরি করেছেন। এ কারণে ফলাফলে হেরেছি।’
রাশিদা সুলতানার উদ্দেশ্যে হিরো আলম আরও বলেছেন, ‘ক্ষমতায় আছেন তো অনেক বড় বড় কথা বলেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফল বাতিল করে গণভোট দেন। একতারা প্রতীকে হিরো আলম, মশাল প্রতীকে তানসেন (একেএম রেজাউল করিম) প্রার্থী থাকবেন। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি দেন। আপনারা সব নির্বাচন কমিশনার মাঠে আসেন। মশাল নাকি একতারাকে বেশি জনপ্রিয় প্রমাণ করতে গণভোট দেন। যদি একতারা হেরে যায়, আমি নাকে খত দেবো, জীবনে কখনো নির্বাচনে যাবো না।’
বৃহৎ-ক্ষমতাধর নির্বাচন কমিশন কি এই ‘ক্ষুদ্র’ হিরো আলমের চ্যালেঞ্জ গ্রহণ করবেন?

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে ফেসবুক লাইভে এসে হিরো আলম বক্তব্য দিয়েছেন, ‘ওবায়দুল কাদের স্যার বলেছেন,  হিরো আলম পার্লামেন্টে গেলে নাকি পার্লামেন্ট ছোট হবে। আমি যদি পার্লামেন্টে গেলে পার্লামেন্ট ছোট করা হয় তবে যখন মনোনয়ন কিনছি, তখন কিন্তু আপনাদের বলা উচিত ছিল, হিরো আলমের কাছে যেন মনোনয়ন বিক্রি করা না হয়। আপনারাই বলেছেন, গণতান্ত্রিক দেশ, সবাই নির্বাচন করতে পারবে। সবার যদি নির্বাচন করার কথা আইনে থাকে, তাহলে আমি ভোটে দাঁড়ালে সংসদ ছোট হবে কেন? তাহলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে আইন করতে হবে?’
খুব মৌলিক একটা প্রশ্ন তুলেছেন হিরো আলম। আইনে যা আছে তার পরিবর্তন না করা অবধি চলমান আইনকেই তো সম্মান দেয়া, মান্য করা একজন নাগরিকের কাজ। একজন মানুষের চেহারা, শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার যে নীতিগত, আইনি কাঠামো বিদ্যমান সেটা লঙ্ঘন করাও যে মানবাধিকার লঙ্ঘন সেই বোধটা অনেকেই হয়তো ভুলে যাচ্ছেন হিরো আলমকে তুচ্ছ করতে যেয়ে।
হিরো আলম সেই প্রশ্নটাও তুলেছেন সজোরে। বলেছেন, ‘অনেকেই আমার যোগ্যতা নিয়ে কথা বলেছেন। পুলিশের সাবেক আইজিপি বলেছেন, আমাকে নিয়ে বলতে তার নাকি রুচিতে বাঁধে। হিরো আলম সংসদে গেলে নাকি সংসদ অবমাননা করা হবে। সংসদে কাজ কী বলুন তো? সংসদে আমরা যাবো। জনগণের সুখ-দুঃখের কথা বলবো। জনগণের ন্যায্য দাবি তুলে ধরবো। আপনারা আমাদের বাজেট দেবেন, সেই অনুযায়ী কাজ করবো। সংসদে বিল পাস করে দেবেন, আমরা জনগণের জন্য কাজ করবো। আমার যোগ্যতা দিয়ে কী করবেন, চেহারা দিয়ে কী করবেন? এসব তো দরকার নেই। জনগণ যদি এসব ভাবতো, তবে এত ভোট আমাকে কেন দিলো? আমার এত গণজোয়ার কেন উঠলো?’

উল্লেখযোগ্য প্রশ্নটা ছুড়েছেন তিনি আমলাতন্ত্রের প্রতি। আমজনতাকে অবজ্ঞার মনোভঙ্গি স্বাধীন দেশেও ছাড়তে পারেনি আমাদের আমলাতন্ত্র। রাজা ও প্রজার দেশ তৈরি করে তারা যে বিভেদ-বিভাজনের মানসিকতা লালন করেন, সেই ব্যুরোক্রেটিক স্কুলিংয়ের প্রতি একটা গুরুতর প্রশ্নও তুলেছেন তিনি। বলেছেন, ‘শিক্ষিত সমাজের কিছু লোক আছেন, যারা আমাকে মেনে নিতে চান না। তারা মনে করেন, আমি পাস করলে বাংলাদেশের সম্মান যাবে, তাদের সম্মান যাবে। আমরা এত শিক্ষিত, হিরো আলমের মতো মূর্খকে স্যার বলে ডাকতে হবে। এ জন্য তারা আমাকে মানতে চান না। তারা আমার বিজয় মেনে নিতে পারেননি। নির্বাচন নিয়ে এ রকম প্রহসন হলে, কারচুপি হলে মানুষ নির্বাচন ভুলে যাবে।’
হিরো আলমের দাবি তাকে ভোটে হারানো হয়েছে। নইলে তিনি জনতার রায়ে সংসদ সদস্য হতেন। এখন তিনি সংসদ সদস্য হতে পারলেন না বটে কিন্তু জনতার মনে আলোড়ন তুলেছেন। তার হিম্মত ও প্রশ্ন তোলার এই সাহস-প্রমাণ করেছে আমাদের অভিজাততন্ত্র, আমলাতন্ত্র তাকে যতই তুচ্ছ-তাচ্ছিল্য করুক না কেন, তিনি থেমে যাবার মানুষ নন। এই অন্ধকার, বিবেক রহিত প্রায় মৃত সময়েও একজন উজ্জ্বল লড়াকু মানুষ, হিরো আলম।
লেখক: সিনিয়র সাংবাদিক, [email protected]

পাঠকের মতামত

Hiro Alam was a Parliament Member Candidate for Bangladesh Parliament.

Muzumder
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ২:২২ পূর্বাহ্ন

ওবায়দুল কাদের সাহেব কি হিরো আলমের সাথে খেলার জন্য প্রস্তুত আছেন।। হিরো আলমের সাথে খেলা কি হবে?

md alamgir
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ২:০৮ পূর্বাহ্ন

আলম বেহায়া নির্লজ্জ , স্থানীয় ও জাতীয় নির্বাচনে সবাই দাড়াতে পারে তাই সংসদ নির্বাচনের সময় সব দলই একজন কেই মনোনয়ন দেয় সবাই কে ত দেয় না । দাড়ানোর সুযোগ আছে বলেই যে কেউ কে দাড়াতে হবে ?

শরীফ
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১২:৫৭ পূর্বাহ্ন

শিক্ষিত নামের কিছু লম্পট, দুর্নীতিবাজ, খুনি, দুর্বৃত্ত, লুটেরা, চোর, ভোট চোর দেশটাকে ধ্বংস করে দিয়েছে। জনগণের অধিকার হরণ করছে। জনগণের টাকা চুরি করছে। ব্যাংক ডাকাতি করছে, শেয়ার বাজার লুট করছে, বিদ্যুৎ, গ্যাস, তেল সহ নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দিয়ে জনগণকে চুষছে। যে লোকটা ফুটপাতে শুয়ে থাকে, জনগণের কাছে হাত পেতে নিজের পেট চালায়, এ লোকটা ওই সমস্ত শিক্ষিত চোরদের চেয়ে হাজার গুনে ভালো। কারণ এ চুরি করে না, কারো মাথায় বাড়ি দেয় না, কাউকে খুন করে না, কারো অধিকার হরণ করে না। অতএব যে সমস্ত শিক্ষিত নামের চোরগুলো জনগণের সম্পদ চুরি করে, ভোট চুরি করে ওরা শিক্ষিত হতে পারে না, ওদেরকে শিক্ষিত বলা মানে শিক্ষার অপমান করা। ওদেরকে ধিক্কার।

Salim Khan
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১২:৩৪ পূর্বাহ্ন

আচ্ছা কেও বলতে পারেন এই Tulip ভদ্রলোক নাকি ভদ্রমহিলা প্র তি কমেন্টে আনুমানিক কত টাকা পান?

Harun Or Rosh
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১২:২৩ পূর্বাহ্ন

boro duti rajnoitik dol hero Alomder ei porjonto asar sujug toiri kore diyechen bole amar mone hoy.

Md Shafiqul islam
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১০:১৬ অপরাহ্ন

হিরো আলমের চেহারা খারাপ ! ওকার চেহারা কি হিরোর চেয়ে ভালো ?

mamun
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৯:২৯ অপরাহ্ন

বর্তমান আওয়ামী লীগের জন্য এই হিরো আলমই যথেষ্ট।

Digital
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৯:১৪ অপরাহ্ন

Go ahead Allah bless you. Hero Alom .

Akram
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৯:০৬ অপরাহ্ন

সেই আনন্দে থাইকেন না। এইসব হিরো আলমের মত লোকজনই আগামী তে বিএনপি কে চরম বিপদে ফেলবে লিখে রাখেন।

Tulip
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৭:১৪ অপরাহ্ন

আমি আগে হিরো আলমকে নিয়ে এত মাতামাতি মোটেও পছন্দ করতাম না কিন্তু এখন ওর জন্য অনেক সিম্প্যাথি ও সাপোর্ট . ইভেন আমি ওর জন্য টাকা পয়সা ও শ্রম দুটোই দিবো সুযোগ থাকলে. শুধু ওর প্রতি অনুরোধ দুর্নীতিগ্রস্ত হবেন না. জনগণের জন্য কাজ করুন আমরা আপনার সাথে আছিস. গুড লাক.

M S A
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন

" হিরো আলম " =========== আমরা চাহি হিরো আলম চাইনা নেতাজী নেতার মত নেতা হবেন যেমন বাবাজী ।। যেমন নাচে তেমনি গাহে আহা মরি খাসা এমন যদি হত সবাই মিটে যেত আশা ।। দেশের টাকা থাকতো দেশে স্বামী পেত দেশে উল্টো প্যাচে লাভটা হল চলি জলে ভেসে ।। দেখিই যদি অন্ধ গলি জাতীর হবে কি এমনি হবে, হিরো আলম মোদের নেতাজী ।। =================== মোঃ ফিরোজ হোসেন। তিন / দুই / দুই হাজার তেইশ।

মোঃ ফিরোজ হোসেন
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৬:০১ অপরাহ্ন

এতদিন হিরো আলম সংসদের যোগ্য ছিল না কিন্তু দিন যত যাচ্ছে যোগ্যতার চেয়েও পূর্ণ যোগ্যতায় পরিণত হচ্ছে ? দিনে দিনে সরকার এবং বিরোধী দলের সুপার পাওয়ারদের হিরো আলম অতিক্রম করে চলছে আর এই অতিক্রম করার একমাত্র কারণ, গ্রাসরুট থেকে উঠে এসে রাজনীতির হাতেঘরি দেওয়া। আজ হিরো আলম হিরো থেকে জিরোতে নয় বরং জিরো থেকে হিরোতে পরিণত হচ্ছে। এটাই বড়ো বড় রাজনৈতিক নেতাদের জীবন ইতিহাস। এপথেই কেউ বাংলার বাঘ, কেউ বঙ্গবন্ধু, কেউ কায়দে আজম, কেউ গান্ধী হয়েছেন এবং অমরও হয়েছেন এই নামে ! তেমনি আশরাফুল হয়েছেন হিরো আলম, অবাক হবার কিছু নেই। নেতা হতে সাহস দরকার, দরকার দৃরতা, সদিচ্ছা, উদ্যমী মনোভাব, যার সব কিছু তার আছে এবং আছে বলেই সে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। জানিনা প্রতিপক্ষের সাহস আছে কিনা ? তবে সাহস না হওয়ারই কথা, কারণ দিনে দিনে তাঁরাই হিরো থেকে জিরোতে নেমে আসছে আর আলম হিরোতে পৌঁছছে। হ্যাঁ, একথা সত্যিই এমপির কোনো কাজ নেই সংসদে, আছে শুধু এপারের পানি ওপারে ঠালা অর্থাৎ সংসদ থেকে টাকা আনো এবং জনগনের মাঝে ঠালো। সংসদে হিরো যাবে জনগনের কথা বলতে, টাকা আনতে এনবং জনগণকে দিতে, এর চেয়ে বেশি কিছু সে এখনও বলে নাই। তবে যতদূর মনে পড়ে বলেছিল,মনে হচ্ছে আমি প্রধানমন্ত্রীর নির্বাচন করছি ? আর্শ্চর্য হওয়ার কিছুই নেই, হয়তো সে এ নির্বাচন করতে গিয়ে সে আলামতও পেয়েছে ! হিরো আলম যদি সংসদে গিয়ে হিরোই থাকে,সেটাই সংসদের মান ইজ্জত বড়ো করে দিবে কিন্তু সংসদে গিয়ে যদি পশু পাখির নাম নিয়ে চলাফেরা করে,সেটা কি সংসদের ইজ্জত বাড়াবে ? দেশের প্রেসিডেন্টও পরিষ্কার করেছেন, পেশাদার শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিদের দ্বারা রাজনীতি করা দরকার,সে হয়তো ঠিক বলেছেন কারণ বুঝেছেন সূর্য অস্ত যাবে খুব শ্রীঘ্রই আর উঠবেনা কোনদিন।

Khokon
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ২:১১ অপরাহ্ন

Personally I could not see any of his youtube videos because of the content's standard. But the way he shows courage against the autocratic regime is really praiseworthy. I salute him for his dedication and hard work which exposed the cowardly so called elite class who like to write good columns in news paper but have little courage to do things in the field level.

SAIFUL SARKER
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১২:৫৫ অপরাহ্ন

হায়রে আমলাগিরির আত্মাম্ভীরতা! হায়রে ওজারতির ঠুনকো মর্যাদাবোধ! একজন স্বশিক্ষিত সৎ নির্ভিক ও আত্মসচেতন হিরো আলম কতটা আত্মমর্যদাপূর্ন হলে তার প্রতি অন্যায়ভাবে ছুঁড়ে দেয়া অপমান ও শ্লেষাত্মক আক্রামন মোকবিলা করে বুঝিয়ে দিলেন পুঁথীগত বিদ্যায় শিক্ষিত হওয়ার চেয়ে প্রকৃতি প্রদত্ত শিক্ষায় জ্ঞানী হওয়া জরুরী। মানবঅধিকার কমিশনের মহাজনরা একটু খতিয়ে দেখুন না একটা মানুষকে আর কতটা অপদস্ত করে তার অধিকার ক্ষুন্ন করলে একটা স্বাধীন কমিশনের হস্তক্ষেপের প্রয়োজন পড়বে?

মোহাম্মদ হারুন আল রশ
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১২:৩৬ অপরাহ্ন

Have you all noticed she is not saying anything and keeping quiet?

Nam Nai
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১১:৪৭ পূর্বাহ্ন

নির্বাচিত কলাম থেকে আরও পড়ুন

আরও খবর

নির্বাচিত কলাম সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status