খেলা
৮ বছরে এমন ম্যাচ দেখেনি লিগ ওয়ান
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১২:৫৪ অপরাহ্ন

সপ্তাহখানেক ধরে পেশীর চোটে ভুগছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার পর ইনজুরিতে পড়েন কিলিয়ান এমবাপ্পেও। চোট গুরুতর হওয়ায় ফরাসি লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে ম্যাচে তাদের পায়নি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লা প্যারিসিয়ানদের আক্রমণভাগের দুই সেরা অস্ত্রের অভাব অবশ্য বুঝতে দেননি লিওনেল মেসি এবং আশরাফ হাকিমিরা। শনিবার রাতে তাদের যুগপৎ পারফরম্যান্সে জয় পায় পিএসজি। পার্ক দেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে তুলুজকে ২-১ গোলে হারায় স্বাগতিকরা। পিএসজির জয়ের ম্যাচে একটি পুরনো রেকর্ডের পুনরাবৃত্তি হয়।
ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখায় পিএসজি। যদিও শুরুটা ভালো ছিল না লা প্যারিসিয়ানদের। ২০তম মিনিটে পিছিয়ে যায় ক্রিস্তফ গালতিয়েরের দল। ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ভ্যান ডেন বোমেনের গোলে লিড নেয় তুলুজ।
ফরাসি লিগ ওয়ানে নিজেদের সবশেষ ৩৩ হোম ম্যাচের একটিও হারেনি পিএসজি। ২৮ জয় ও ৫ ড্র। ইউরোপিয়ান টপ ৫ লীগের মধ্যে যা কোনো দলের পক্ষে সেরা পারফরম্যান্স।
২২ ম্যাচে ১৭ জয় ও ২ হারে ৫৪ পয়েন্ট নিয়ে ফরাসি লিগ ওয়ান টেবিলের শীর্ষে পিএসজি। দুইয়ে থাকা অলিম্পিক মার্শেইয়ের পয়েন্ট ৪৬। আর ২৯ পয়েন্ট নিয়ে ১২তম তুলুজ।