ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

খেলা

৮ বছরে এমন ম্যাচ দেখেনি লিগ ওয়ান

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১২:৫৪ অপরাহ্ন

mzamin

সপ্তাহখানেক ধরে পেশীর চোটে ভুগছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার পর ইনজুরিতে পড়েন কিলিয়ান এমবাপ্পেও। চোট গুরুতর হওয়ায় ফরাসি লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে ম্যাচে তাদের পায়নি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লা প্যারিসিয়ানদের আক্রমণভাগের দুই সেরা অস্ত্রের অভাব অবশ্য বুঝতে দেননি লিওনেল মেসি এবং আশরাফ হাকিমিরা। শনিবার রাতে তাদের যুগপৎ পারফরম্যান্সে জয় পায় পিএসজি। পার্ক দেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে তুলুজকে ২-১ গোলে হারায় স্বাগতিকরা। পিএসজির জয়ের ম্যাচে একটি পুরনো রেকর্ডের পুনরাবৃত্তি হয়।

ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখায় পিএসজি। যদিও শুরুটা ভালো ছিল না লা প্যারিসিয়ানদের। ২০তম মিনিটে পিছিয়ে যায় ক্রিস্তফ গালতিয়েরের দল। ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ভ্যান ডেন বোমেনের গোলে লিড নেয় তুলুজ।

বিজ্ঞাপন
তার ১৮ মিনিট পর মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমির গোলে সমতা টানে পিএসজি। আর বিরতির পর ৫৮তম মিনিটে হাকিমির অ্যাসিস্টেই স্কোরলাইন ২-১ করেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পিএসজি-তুলুজ ম্যাচে হওয়া তিনটি গোলের সবকটিই ডি-বক্সের বাইরে থেকে হয়। গত আট বছরে লিগ ওয়ানের কোনো ম্যাচে প্রথমবারের মতো এমনটা হলো। সবশেষ ২০১৫ সালের ১০ই জানুয়ারি লিগ ওয়ানের ম্যাচে শতভাগ গোল ডি-বক্সের বাইরে থেকে দেয়ার কীর্তি গড়ে রিমস-সেন্ট এঁতিয়েন ম্যাচে। আর চলতি মৌসুমে ডি-বক্সের বাইরে থেকে মোট ৭টি গোল দিলো পিএসজি। 

ফরাসি লিগ ওয়ানে নিজেদের সবশেষ ৩৩ হোম ম্যাচের একটিও হারেনি পিএসজি। ২৮ জয় ও ৫ ড্র। ইউরোপিয়ান টপ ৫ লীগের মধ্যে যা কোনো দলের পক্ষে সেরা পারফরম্যান্স।
২২ ম্যাচে ১৭ জয় ও ২ হারে ৫৪ পয়েন্ট নিয়ে ফরাসি লিগ ওয়ান টেবিলের শীর্ষে পিএসজি। দুইয়ে থাকা অলিম্পিক মার্শেইয়ের পয়েন্ট ৪৬। আর ২৯ পয়েন্ট নিয়ে ১২তম তুলুজ। 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status