খেলা
মেসির বিপক্ষে খেলার ‘দুর্ভোগ’ শেষ হওয়ায় আনন্দিত রামোস
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০২ অপরাহ্ন

‘বল পায়ে রিয়াল মাদ্রিদের গোলবারের দিকে ছুটছেন লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারকে ঠেকাতে কড়া ট্যাকেল করলেন রিয়ালের সার্জিও রামোস।’- এমন স্মৃতি এখনও তাজা ফুটবলপ্রেমীদের মগজে। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোতে বছরের পর বছর দুই তারকার লড়াই উপভোগ করেছে দর্শকরা। তবে ২০২১ সালে পাল্টে যায় দৃশ্যপট। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন মেসি। চুক্তির মেয়াদ শেষে রিয়াল ছেড়ে প্যারিসের ক্লাবটিতে যোগ দেন রামোসও। পিএসজিতে যোগ দেয়ায় মেসি-রামোসের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রূপ নিয়েছে বন্ধুত্বে। আর মেসির সঙ্গে লড়াই শেষ হওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচলেন রামোস।
২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন লিওনেল মেসি। আর ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত রিয়ালে ছিলেন সার্জিও রামোস। অর্থাৎ, দীর্ঘ ১৬ বছর স্প্যানিশ লা লিগায় একে অপরের মুখোমুখি হন মেসি ও রামোস। ২০১০ সালে এল ক্লাসিকোর এক ম্যাচে রিয়ালকে ৫-০ গোলে হারায় বার্সেলোনা। সেই ম্যাচের ফাইনাল মিনিটে মেসিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন রামোস। ২০১৭ সালে আরেক ম্যাচে মেসিকে দুই পায়ে ফেলে দিয়ে নিষিদ্ধ হন রামোস। ২০১৯ সালেও এল ক্লাসিকোতে মেসি-রামোসের হাতাহাতি হয়। এল ক্লাসিকোয় দুই তারকার লড়াইটা এখন শুধুই স্মৃতি। যার সঙ্গে কাঠে কুড়ালে সম্পর্ক ছিল, সেই মেসিকে এখন ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়ও মানছেন রামোস। পিএসজি টিভিকে দেয়া সাক্ষাৎকারে স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ‘বছরের পর বছর মেসির বিপক্ষে ভুগেছি আমি। এখন তার সঙ্গ উপভোগ করছি।’
রিয়াল মাদ্রিদে খেলা অবস্থায় সার্জিও রামোসের কাছে হয়তো সেরা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মেসির সঙ্গ পেয়ে সাত ব্যালন ডি’অরের মালিককে সেরা দাবি করছেন স্প্যানিশ ডিফেন্ডার। রামোস বলেন, ‘ফুটবলে সৃষ্টি হওয়া সেরা ফুটবলার মেসি।’
গত নভেম্বরে এক সাক্ষাৎকারে মেসি প্রসঙ্গে রামোস বলেছিলেন, ‘মেসির সঙ্গে আমার চমৎকার সম্পর্ক। আমরা একে অপরকে অনেক শ্রদ্ধা করি। নিঃসন্দেহে তাকে সতীর্থ হিসেবে পাওয়াটা দারুণ।’