ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

তুরস্কে কনস্যুলেট বন্ধ করছে ইউরোপীয় দেশগুলো, ৯ রাষ্ট্রদূতকে তলব

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ২:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২১ পূর্বাহ্ন

mzamin

নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ চলতি সপ্তাহে ইস্তাম্বুলে তাদের কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানি, বেলজিয়াম, বৃটেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ইউরোপের কয়েকটি দেশে কোরআন পোড়ানোর ঘটনার পর সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বুধবার ইস্তাম্বুল কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দেয় জার্মানি। সতর্কতার অংশ হিসেবে আরো ছয়টি দেশ একই পদক্ষেপ নিয়েছে। তবে মার্কিন কনস্যুলেট খোলা রয়েছে। কারণ, কনস্যুলেটের ভবনটি ইস্তাম্বুল শহরের কেন্দ্রে না আর তাই এলাকাটিকে কম ‘ঝুঁকিপূর্ণ’ মনে করা হয়।

আঙ্কারা সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ প্রস্তাবে ভেটো দেয়ার পর থেকে তুরস্ক ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছিল। ডেনমার্ক, সুইডেন ও নেদারল্যান্ডসে সাম্প্রতিক বিক্ষোভে উগ্র ডানপন্থিরা মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআনের কপি পোড়ানোয় সম্পর্কের এই অবনতি ঘটে। এদিকে, নরওয়ের পুলিশ অসলোতে পূর্বপরিকল্পিত ইসলামবিরোধী এক বিক্ষোভ বাতিল করেছে। তুর্কি দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছিল এই বিক্ষোভের নেপথ্যে থাকা দলটি।

বিজ্ঞাপন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status