বিশ্বজমিন
ইউটিউবে প্রকাশতি প্রথম ভিডিওর বয়স ১৯ পেরুলো
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৬:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১০ অপরাহ্ন
ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে প্রকাশিত প্রথম ভিডিওটি বয়স ১৯ বছর পাড় করল। ২০০৫ সালের ২৪ এপ্রিল প্রথমবারের মতো ইউটিউবে প্রথম ভিডিও প্রকাশ করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিম। অনলাই জিও নিউজ জানিয়েছে, প্রায় ১৯ বছর আগে প্রকাশ করা এটিই ইউটিউবের প্রথম ভিডিও। জাভেদ করিম প্রকাশিত এ ভিডিওটির দৈর্ঘ্য ছিলো মাত্র ১৯ সেকেন্ড। ‘মি এট দ্য জু’ শিরোনামে এই ভিডিও প্রকাশ করেন তিনি। এর শুরুতে দেখা যায় পিছনে কয়েকটি হাতি শুড় উচিয়ে রয়েছে এবং ক্যামেরার সামনে রয়েছেন জাভেদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো চিড়িয়াখানায় ভিটিওটি শুট করা হয়। স্বল্প দৈর্ঘ্যরে ওই ভিডিওতে জাভেদ হাতির শুড়ের বর্ণনা দিচ্ছিলেন। ২০২৪ সালের ২৪ এপ্রিল পর্যন্ত কমপক্ষে ৩১ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে এই ভিডিও। ফক্স নাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বপ্রথম ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ইউটিউব। পে পলের সাবেক তিন কর্মকর্তার হাত ধরে প্রকাশিত হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওই প্লাটফর্ম। স্টিভ চেন, চাদ হার্রলি এবং জাভেদ করিমের মাধ্যমে প্রকাশিত হয় ইউটিউব।