ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বুশরা বিবির খাবারে ‘টয়লেট ক্লিনার’ মিশানোর অভিযোগ

মানবজমিন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার
mzamin

কয়েকদিন আগে মেডিকেল পরীক্ষা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির। তাতে তাকে বিষ প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বৃহস্পতিবার মুখপাত্র মাশাল ইউসাফজাই অভিযোগ করেছেন যে, তিনি বুশরা বিবির খাবারে দুই থেকে তিন ফোঁটা ‘টয়লেট ক্লিনার’ মিশিয়ে দিতে দেখেছেন ২৪শে ফেব্রুয়ারি শবেবরাতের দিনে। জিও নিউজের ‘জিও পাকিস্তান’ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। বলেন, আমরা দেখতে পাই- বুশরা বিবির ইফতারে দুই থেকে তিন ফোঁটা টয়লেট ক্লিনার মিশিয়ে দেয়া হচ্ছে। এই খাবার খেয়ে বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়। প্রতিদিনই তার অবস্থার অবনতি হতে থাকে। ইউসাফজাই বলেন, গ্রেপ্তার করার আগে তার কোনো রকম সমস্যা ছিল না। ছিল না রক্তচাপের বা ডায়াবেটিসের সমস্যা। গ্রেপ্তারের পর তার স্বাস্থ্যগত অবস্থার অবনতি হয়েছে।

বিজ্ঞাপন
যেকোনো কিছু হতে পারে তার। উল্লেখ্য, খাইবার পখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মাশাল ইউসাফজাই। তিনি জানতে চান, তিন সপ্তাহ আগে আদালত যখন কর্তৃপক্ষকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছিল, তখন কেন বুশরা বিবির মেডিকেল পরীক্ষা করা হয়নি। কে এই পরীক্ষায় বাধা দিয়েছিল সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আদালত তার এন্ডোস্কপি এবং রক্তের পরীক্ষা করতে বলেছিলেন। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও সাবেক এই ফার্স্টলেডির রক্তের পরীক্ষা করা হয়নি। আল শিফা হাসপাতালে রক্তের এই পরীক্ষা করাতে বলেছিল পিটিআই। পাশাপাশি তা ক্রস চেক করতে বলা হয়েছিল শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status