ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি করছে পাকিস্তান

মানবজমিন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং বিদ্যুৎ বাণিজ্যিকীকরণ চুক্তি বাস্তবায়নের পথে হাঁটছে পাকিস্তান। দু’দেশ মুক্তবাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে একমত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির তিন দিনের সফর শেষে এক যৌথ বিবৃতিতে ২৮ দফার কথা উল্লেখ করেছে ইসলামাবাদ। এসব চুক্তির মধ্যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বাণিজ্য বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি পাকিস্তান সফর করার আগেই ইসলামাবাদকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই সতর্কতার মধ্যেই দ্বিপক্ষীয় চুক্তির কথা জানানো হয়েছে। এসব চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তান-ইরান গ্যাস পাইপলাইন প্রকল্প। এমন সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এলো যখন চুক্তির বিষয়ে ইসলামাবাদকে নিষেধাজ্ঞার সতর্কতা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা পাকিস্তানকে তেহরানের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যিক চুক্তির বিষয়ে নিষেধাজ্ঞার সতর্কতা জানিয়েছি।

বিজ্ঞাপন
জিও নিউজের খবরে বলা হয়েছে, আগামী পাঁচ অর্থবছরের জন্য প্রায় এক হাজার ডলারের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নে কাজ করবে এ দুই দেশ। এসব চুক্তির মধ্যে দু’দেশের নতুন অর্থনৈতিক জোন এবং বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টিতে গুরুত্ব দেয়া হবে বলে জানানো হয়েছে। দ্বিপক্ষীয় এসব চুক্তির ভিত্তিতে দুদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে। ২২ থেকে ২৪শে এপ্রিল তিন দিনের সফরে পাকিস্তানে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এসময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন। বিভিন্ন বাণিজ্য চুক্তি ছাড়াও দু’দেশের সীমান্ত উত্তেজনা কমানোর বিষয়েও আলাপ করেন এই দুই নেতা।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status