বিশ্বজমিন
হাসপাতালে ভর্তি সৌদি বাদশা সালমান
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১১ অপরাহ্ন
নিয়মিত মেডিকেল চেকআপের জন্য জেদ্দায় অবস্থিত বাদশা ফয়সাল স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশা সালমান বিন আবদুল আজিজকে। সৌদি রয়েল কোর্টকে উদ্ধৃত করে বুধবার এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। ৮৮ বছর বয়সী বাদশা সালমান ২০১৫ সালে সিংহাসনে আসীন হন। হাসপাতালে তার এই পরীক্ষা সম্পন্ন করতে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। ওদিকে মঙ্গলবার রাষ্ট্রীয় মিডিয়ায় ফুটেজে দেখানো হয় যে, বাদশা সালমান সাপ্তাহিক মন্ত্রিপরিষদের এক মিটিংয়ে যোগ দিয়েছেন। এর আগে ২০২২ সালের মে মাসে একই হাসপাতালে গিয়েছিলেন বাদশা সালমান। তখন তার কোলনোস্কপি করা হয়েছিল। অন্য পরীক্ষার জন্য সে সময় তিনি এক সপ্তাহের কিছু বেশি সময় হাসপাতালে অবস্থান করেন। এ ছাড়া ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অপারেশন করা হয় তার। ২০২০ সালের মার্চে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন রাষ্ট্রীয় মিডিয়া বর্ণনা করেছিল যে, তার সফল মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তার পেসমেকারের ব্যাটারি পরিবর্তন করার কথা ছিল।