বিশ্বজমিন
ইরানে ইসরাইলের হামলা
লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম, শেয়ারের পতন
মানবজমিন ডেস্ক
(৪ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০০ অপরাহ্ন
ইরানে ইসরাইলের হামলার খবর প্রকাশ হওয়ার পরই বিশ্ববাজারে তেল ও স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পতন হয়েছে শেয়ারের দাম। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই হামলার ঘোষণা দেয়ার পরই এমন অবস্থা দেখা দিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। শুক্রবার সকালেই এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে শতকরা কমপক্ষে ৩ ভাগ। ফলে প্রায় ৯০ ডলারে বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল তেল। অন্যদিকে স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি আউন্স ২৪০০ ডলারের ওপরে। এটা বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। জাপান, হংকং এবং দক্ষিণ কোরিয়ায় বেঞ্চমার্ক শেয়ার সূচকের পতন হয়েছে। বিনিয়োগকারীরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম...... আর এই সুযোগের অপেক্ষায় বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা ।
ইহুদীবাদি রাষ্ট্রগুলি যে কোন সময় বিশ্ব যুদ্ধ বাধিয়ে দিতে পারে। কারণ তারা ন্যায় অন্যায় কিছু বুঝে না। তারা বুঝে কিভাবে মুসলমানের ক্ষতি করা যায়, ইসলামের ক্ষতি করা যায় ইত্যাদি।