ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

খোঁজ মিলছে না জুয়েলের!

স্পোর্টস রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
mzamin

বাংলাদেশ পুলিশে নজরকাড়া  নৈপুণ্যেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল। মোটা অংকের পারিশ্রমিকে নাম লিখিয়েছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। এক মৌমুস  সেখানে কাটিয়ে এবার নাম লিখিয়েছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই তাকে দলে টেনেছিল ক্লাবটি। কিন্তু এখনো ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের। মাঠে নামবেনই বা কীভাবে? দুই মাস ধরে ক্লাবেই ফিরছেন না তিনি। ক্লাব কর্তৃপক্ষদের কাছে একপ্রকার নিখোঁজ হয়ে আছেন এই ফুটবলার। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এ প্রতিবেদক। একাধিকবার শৃঙ্খলা ভঙ্গ করে ক্লাব ছেড়েছেন জুয়েল, এমন অভিযোগ তুলেছে শেখ জামাল। এক মাস ধরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানান ক্লাবটির ম্যানেজার ফারাজ হোসেন।

বিজ্ঞাপন
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সে নানা অনিয়ম করেছে। যেটা একজন পেশাদার ফুটবলারের সঙ্গে যায় না। কোচ, ম্যানেজারের অনুমতি ছাড়াই ক্লাব ছেড়ে চলে যায় সে। এমনকি ঠিকমতো অনুশীলনও করেনি। তার এমন আচরণে ক্লাবের কোচিং স্টাফ, অফিশিয়ালরা হতাশ। একজন ফুটবলার কখনো এমন আচরণ করতে পারে না। তাকে ফোন করলে কোনো সাড়া পাওয়া যায় না। তিনবার কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছি; কিন্তু তাতেও তেমন সাড়া দেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবো।’ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন ইতিমধ্যে চুক্তির অর্ধেকের বেশি পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে জুয়েলকে। শেখ জামালের অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ জুয়েলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে। গত অক্টোবরে প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিলেও মাত্র সপ্তাহখানেক অনুশীলনের পর চোট পান জুয়েল। ক্লাবের চিকিৎসকের কাছে দুইদিন সেবা নিয়ে ক্লাবসংশ্লিষ্টদের অগোচরেই নিজ বাসায় ফিরে যান তিনি। এর কিছুদিন পর ক্যাম্পে ফিরে এলেও কারণে-অকারণে বিনা অনুমতিতেই ক্লাব ছেড়ে গেছেন জুয়েল। এ কারণে গত বছরের ৮ই নভেম্বর তাকে প্রথম কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই চিঠির উত্তরে ক্ষমা চেয়ে ক্লাবে ফিরলেও আবারও অনিয়ম করেন তিনি। তাতে ২৬শে ডিসেম্বর দ্বিতীয় কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় তাকে। কিন্তু সেই চিঠির উত্তর না পাওয়ায় গত ২৬শে জানুয়ারি তৃতীয় এবং চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় তাকে। ২০২০-২১ মৌসুমে বাংলাদেশ পুলিশের জার্সিতে আশা জাগানিয়া নৈপুণ্য দেখিয়েছিলেন জুয়েল। যার ফলে ডাক পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলেও। গত বছর খেলেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। পাঁচটি গোলের পাশাপাশি করেছিলেন এক অ্যাসিস্ট।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status