খেলা
খোঁজ মিলছে না জুয়েলের!
স্পোর্টস রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
বাংলাদেশ পুলিশে নজরকাড়া নৈপুণ্যেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল। মোটা অংকের পারিশ্রমিকে নাম লিখিয়েছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। এক মৌমুস সেখানে কাটিয়ে এবার নাম লিখিয়েছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই তাকে দলে টেনেছিল ক্লাবটি। কিন্তু এখনো ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের। মাঠে নামবেনই বা কীভাবে? দুই মাস ধরে ক্লাবেই ফিরছেন না তিনি। ক্লাব কর্তৃপক্ষদের কাছে একপ্রকার নিখোঁজ হয়ে আছেন এই ফুটবলার। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এ প্রতিবেদক। একাধিকবার শৃঙ্খলা ভঙ্গ করে ক্লাব ছেড়েছেন জুয়েল, এমন অভিযোগ তুলেছে শেখ জামাল। এক মাস ধরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানান ক্লাবটির ম্যানেজার ফারাজ হোসেন।