খেলা
বিকল্প না থাকায় ফের বাংলাদেশে হাথুরুসিংহে!
স্পোর্টস রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
বিতর্কিত কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফের কোচ হচ্ছেন বাংলাদেশ দলের। তার ফেরা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সব শেষ বাংলাদেশ থেকে তার বিদায়টা মোটেও সুখকর ছিলনা। তিনি মাঠে সফল হলেও ক্রিকেটারদের সঙ্গে তার দূরত্ব নিয়েও ছিল না না প্রশ্ন। বিশেষ করে দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়েও কথা কম হয়নি। এরপরও তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে কেন ফিরিয়ে আনছে তা নিয়ে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুৃখি হয়ে দেশের অন্যতম সেরা কোচ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট উপদেষ্টে নাজমুল আবেদিন জানিয়েছেন বড় মানের কোচ না পাওয়াতে বিকল্প হিসেবেই হাথুরুর ফের আগমন। তিনি বলেন, ‘আমাদের তো একজন কোচ দরকার। আর এই মুহূর্তে ভালো একজন কোচ পাওয়াটা কঠিন। আমি বলছি না যে হাথুরুসিংহে ভালো কোচ না। তবে একেবারে প্রথম সারির কোচ, যারা নামিদামি, তাদের পাওয়াটা খুবই মুশকিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে বা তারা খুব কস্টলি। তারা এই ধরনের অ্যাসাইনমেন্ট আর নিতেই চাচ্ছে না। তাই আমাদের হাতে হয়তো অপশন খুব বেশি ছিল না।’ রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর থেকে নতুন কোচ হিসেবে আলোচনায় ছিলেন লঙ্কান হাথুরুসিংহে। শেষ পর্যন্ত সব গুঞ্জন উড়িয়ে তাকেই বিসিবি ফিরিয়ে এনেছে। কারণ এ মাসেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ও পরের মাসে আয়ারল্যান্ড। এছড়াও এ বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে। যে কারণে বিসিবির হাতে সময়ও কম। তবে নাজমুল আবেদিন মনে করেন আরো একটু সময় নিয়ে কোচ নিয়োগ দেয়াটাই ভালো ছিল। তিনি বণেন, ‘আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত ও এসে কীভাবে, কেমন কাজ করে। ওর ফিলোসফি কেমন হয়, কোনো বদল আসছে কি না। দলকে কীভাবে মোটিভেট রাখে, ড্রেসিং রুমকে কেমন রাখে, উঠতি প্লেয়ারদের কীভাবে হ্যান্ডেল করে বা আমাদের যারা সিনিয়র ক্রিকেটার, সাত-আট বছর আগে তাদের সঙ্গে কাজ করেছে, এখন তারা আরেকটা অবস্থানে আছে। ওভারঅল কীভাবে হ্যান্ডেল করে।’ অন্যদিকে ফের বাংলাদেশের দায়িত্ব নিয়ে হাথুরু হেমন করবেন? এমন প্রশের জবাবে ফাহিম বলেন, ‘ও কেমন করবে আসলে তারপর বোঝা যাবে। একসময় যখন ছিল তখন প্রেক্ষাপট, দলের শক্তি একরকম ছিল; এখন আমরা অন্য জায়গায় আছি, চ্যালঞ্জটা ভিন্ন। এটা ও যত ভালো বুঝবে, তত ভালো কাজ করতে পারবে করবে। একটা সুবিধা ওর যে বোর্ডের সমর্থন খুব ভালো পায়, আগেও ছিল বা এখন আসছে বোর্ডের সমর্থন পায়। সেটাও কাজে লাগানো উচিত।’ হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ সাফল্য পেলেও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা গুঞ্জন ছিল। সিনিয়রদের সঙ্গেও লঙ্কান কোচের সম্পর্ক খুব একটা ভালো না থাকার কথা শোনা যায়। এ নিয়ে ফাহিম বলেন, ‘ভালো ছিল না...আমি জানি না কেন ছিল না নিশ্চিত না। যেমনই থাকুক, এখনও ওরকম থাকবে তেমন না। প্রেক্ষাপট বদলেছে যেহেতু, সবকিছু বদলাতে হবে। আমি নিশ্চিত একজন কোচ যখন আসে, সে ভালো কিছু করতে চায়, এখানে তারও ক্যারিয়ারের ব্যাপার আছে। দল ভালো করলে তার জন্যও ভালো।’ তার তার নিয়োগের ব্যাপারে বাংলাদশের অভিজ্ঞ এই কোচ বলেন, ‘যারা এমপ্লোয়ি করেছে তাদের যদি কোনো কিছু না থাকে তারা নিশ্চয়ই একটা রেসপেক্টফুল সমাধানে পৌঁছাতে পেরেছে। আমি নিশ্চিত ওই জায়গা থেকে শুরু করবো না, ভালো জায়গা থেকে শুরু করবে । আমার মনে হয় সবারই ইতিবাচক থাকা উচিত, আল্টিমেটলি জাতীয় দলের ব্যাপার। আমরা সবাই যদি একসঙ্গে থাকি, দল ভালো করবে।’