খেলা
৬ বছরের শিরোপা খরা ঘোচাতে ম্যানইউ’র প্রয়োজন এক জয়
স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
এরিক টেন হাগের অধীনে বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লীগ শিরোপার দৌড়ে থাকা রেড ডেভিলরা পাচ্ছে কারাবাও কাপ জয়ের সুভাস। বুধবার ওল্ড ট্রাফোর্ডে প্রতিযোগিতাটির সেমিফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানের জয়ে ফাইনালের টিকিট পায় ম্যানইউ। ২০১৬ সালের ২৭শে মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন হোসে মরিনহো। নিজের প্রথম মৌসুমেই রেড ডেভিলদের কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ এবং উয়েফা ইউরোপা লীগ জেতান পর্তুগিজ কোচ। মরিনহোর বিদায়ের পর এবং এরিক টেন হাগের আগে ইউনাইটেড কোচ বদলেছে তিনবার। তবে কেউই ম্যানইউকে শিরোপা জেতাতে পারেননি। এবার টেন হাগের হাত ধরে কারাবাও কাপের ফাইনালে ওঠায় ৬ বছরের শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন দেখছে ইউনাইটেড সমর্থকরা। দ্বিতীয় লেগে জয় পেতে খানিকটা ভুগতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]