খেলা
৬ বছরের শিরোপা খরা ঘোচাতে ম্যানইউ’র প্রয়োজন এক জয়
স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
এরিক টেন হাগের অধীনে বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লীগ শিরোপার দৌড়ে থাকা রেড ডেভিলরা পাচ্ছে কারাবাও কাপ জয়ের সুভাস। বুধবার ওল্ড ট্রাফোর্ডে প্রতিযোগিতাটির সেমিফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানের জয়ে ফাইনালের টিকিট পায় ম্যানইউ। ২০১৬ সালের ২৭শে মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন হোসে মরিনহো। নিজের প্রথম মৌসুমেই রেড ডেভিলদের কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ এবং উয়েফা ইউরোপা লীগ জেতান পর্তুগিজ কোচ। মরিনহোর বিদায়ের পর এবং এরিক টেন হাগের আগে ইউনাইটেড কোচ বদলেছে তিনবার। তবে কেউই ম্যানইউকে শিরোপা জেতাতে পারেননি। এবার টেন হাগের হাত ধরে কারাবাও কাপের ফাইনালে ওঠায় ৬ বছরের শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন দেখছে ইউনাইটেড সমর্থকরা। দ্বিতীয় লেগে জয় পেতে খানিকটা ভুগতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ৭৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রেড ডেভিলরা। ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্টে নটিংহ্যাম ফরেস্টের ডেডলক ভাঙে ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। দ্বিতীয় গোলটিতেও রাশফোর্ডের অবদান। ৭৬তম মিনিটে এই ইংলিশ ফরোয়ার্ডের পাসে স্কোরলাইন ২-০ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। ম্যাচ শেষে ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, ‘আমি মনে করি, আমাদের দলের উন্নতি হচ্ছে। আমরা প্রতিপক্ষের অর্ধে বেশি খেলতে পারছি।’ দলের পারফরম্যান্স নিয়ে টেন হাগ বলেন, ‘অবশ্যই ভালো। আমরা সেমিফাইনালে সাফল্য পেয়েছি। সত্যি বলতে, প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের গতি খুব ধীর ছিল।’ টেন হাগ বলেন, ‘আমরা তাদের দুটি সুযোগ দিয়েছি মাত্র। যদিও এটা হওয়া উচিত নয়। দ্বিতীয়ার্ধে ভালো এবং গতিশীল ছিলাম আমরা। ভালো কিছু গোল পাই।’