খেলা
‘আল নাসর নয়, ইউরোপে অবসর নেবেন রোনালদো’
স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রাত্য হয়ে ইউরোপ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড পারিশ্রমিকে যোগ দেন সৌদি আরবের আল নাসর এফসিতে। এশিয়ায় পাড়ি জমানোয় অনেকে পর্তুগিজ সুপারস্টারের ইউরোপিয়ান ফুটবল অধ্যায়ের সমাপ্তি দেখছেন। আগামী ৫ই ফেব্রুয়ারি ৩৮ বছর বয়সে পা দিতে চলা রোনালদোকে নিয়ে ফুটবল প্রেমীদের ভাবনাটা অমূলকও নয়। তবে তা মানতে নারাজ আল নাসর কোচ রুডি গার্সিয়া। তার মতে, ‘বিশ্বসেরা’ রোনালদো ইউরোপিয়ান ফুটবলেই ক্যারিয়ারের ইতি টানবেন। বিশ্বকাপ চলাকালে বৃটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগানের শো টকটিভিতে সাক্ষাৎকার দেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তাদের সমালোচনা করেন তিনি। সরাসরি বলে দেন কোচ এরিক টেন হাগকে সম্মান করেন না তিনি। ঘটনার জেরে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানইউ।