খেলা
‘আল নাসর নয়, ইউরোপে অবসর নেবেন রোনালদো’
স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রাত্য হয়ে ইউরোপ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড পারিশ্রমিকে যোগ দেন সৌদি আরবের আল নাসর এফসিতে। এশিয়ায় পাড়ি জমানোয় অনেকে পর্তুগিজ সুপারস্টারের ইউরোপিয়ান ফুটবল অধ্যায়ের সমাপ্তি দেখছেন। আগামী ৫ই ফেব্রুয়ারি ৩৮ বছর বয়সে পা দিতে চলা রোনালদোকে নিয়ে ফুটবল প্রেমীদের ভাবনাটা অমূলকও নয়। তবে তা মানতে নারাজ আল নাসর কোচ রুডি গার্সিয়া। তার মতে, ‘বিশ্বসেরা’ রোনালদো ইউরোপিয়ান ফুটবলেই ক্যারিয়ারের ইতি টানবেন। বিশ্বকাপ চলাকালে বৃটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগানের শো টকটিভিতে সাক্ষাৎকার দেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তাদের সমালোচনা করেন তিনি। সরাসরি বলে দেন কোচ এরিক টেন হাগকে সম্মান করেন না তিনি। ঘটনার জেরে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানইউ। এরপর আল নাসরে যোগ দেন পাঁচ ব্যালন ডি’অরের মালিক। অ্যারাবিয়ান ক্লাবটিতে দুই বছর খেলার কথা রয়েছে রোনালদোর। দুই বছর পর পর্তুগিজ তারকার বয়স হবে ৪০ বছর। তখনই কি রোনালদোকে ভেড়াতে চাইবে ইউরোপের দলগুলো? আল নাসর কোচ রুডি গার্সিয়া বলেন, ‘রোনালদো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। প্রতিপক্ষের ডিফেন্সকে ছত্রভঙ্গ দেয়ার সক্ষমতা আছে তার। সে আল নাসরে নিজের ক্যারিয়ার শেষ করবে না। রোনালদো ইউরোপে ফিরে যাবে।’ আল নাসরে যোগ দিয়েও অবশ্য সুখে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। অভিষেকে জয় পেলেও পরের ম্যাচেই হারের স্বাদ পান পর্তুগাল অধিনায়ক। আল ইত্তিহাদের বিপক্ষে ৩-১ গোলে সৌদি সুপারকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে আল নাসর। দলের হারে রোনালদোর নিষ্প্রভতাকে দুষছেন সবাই। খোদ নাসর কোচ রুডি গার্সিয়াও রোনালদোর গোল মিসের ঘটনাকে দায় দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা আরও এক ধাপ এগিয়ে। ম্যাচের পর রোনালদোর সমালোচনায় মজে পড়েন তার সাবেক ক্লাবের সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় রোনালদোকে দলের বোঝা বলে ট্রোল করেন অনেকে। ‘আল নাসর ভুল চুক্তি করেছে’ বলেও মত দিয়েছেন নেটিজেনরা। তবে নাসর কোচ রুডি গার্সিয়া মনে করেন, রোনালদোকে ভিড়িয়ে ভুল করেননি তারা। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো (আমাদের দলে) ইতিবাচক সংযুক্তি।’