বাংলারজমিন
মৌলভীবাজারে আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সেন্টারের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারপিছিয়ে পড়া তৃণমূল পর্যায়ের নাগরিকদের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মৌলভীবাজারে আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরের মৌলভীবাজার পৌরসভার বাস্তবায়নে ও ইউএসআইডি প্রকল্পের সহায়তা ৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই চিকিৎসা সেন্টারের উদ্বোধন করা হয়। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলামের পরিচালনায় ও পৌরসভা পৌরসভার প্যানেল মেয়র মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সেন্টারের উদ্বোধন করেন পৌর সভার মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী পাল, বিশেষ অতিথি ছিলেন এলএইচএসএস বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার নেহা আচার্য-হারলেস, এলএইচএসএস বাংলাদেশ পার্টির প্রধান রাজীব আহুজা, কাউন্সিলর সৈয়দ সেলিম হক প্রমুখ। উদ্বোধন শেষে চিকিৎসাসেবা নিতে আসা লোকজনের বিভিন্ন রোগ নির্ণয় করে ওষুধ বিতরণ করা হয়।