বাংলারজমিন
সন্তানকে কাঁধে নিয়ে সাহায্যের জন্য ছুটছেন বাবা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
সন্তানকে কাঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ছুটছেন বাবা। ছেলেকে সুস্থ করে তুলতে এভাবেই প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ভোলার লালমোহনের মো. জামাল হোসেন। তিনি উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। জামাল হোসেন জানান, আমার দুই ছেলের মধ্যে আরিফ ছোট। গত প্রায় পাঁচমাস আগে হঠাৎ স্ট্রোক করে সে। এরপর ধীরে ধীরে তার হাত-পা অবশ (প্যারালাইজড) হয়ে যায়। বন্ধ হয়ে যায় কথা বলাও। এর জন্য মানুষের সহযোগিতা নিয়ে ঢাকা ও ভারতে গিয়েও ডাক্তার দেখাই। যাতে ব্যয় হয়েছে অন্তত ৮ লাখ টাকা। এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে আরিফ। তিনি আরও বলেন, একটি ব্যাংকের পিয়ন পদে চাকরি করতাম। ছেলের অসুস্থতার জন্য সে চাকরিও ছেড়ে দিতে হয়েছে। যার জন্য বাধ্য হয়েই মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহযোগিতা নিচ্ছি ছেলের চিকিৎসার জন্য। ইতিমধ্যে এমপি মহোদয়সহ স্থানীয় অনেকে সহযোগিতা করেছেন। এখনো আরিফের সুস্থতার জন্য লক্ষাধিক টাকা প্রয়োজন। অর্থাভাবে ঠিকমতো ওষুধও কিনতে পারছি না। তাই ছেলের সুস্থতার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি। আরিফের চিকিৎসায় কেউ সাহায্য করতে চাইলে- ০১৭৬২২৯০০৩২ (নগদ পার্সোনাল) অথবা ০১৭৪৯০৯৭১৮৬ (বিকাশ পার্সোনাল) এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার বাবা জামাল হোসেন।