বাংলারজমিন
সন্তানকে কাঁধে নিয়ে সাহায্যের জন্য ছুটছেন বাবা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
সন্তানকে কাঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ছুটছেন বাবা। ছেলেকে সুস্থ করে তুলতে এভাবেই প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ভোলার লালমোহনের মো. জামাল হোসেন। তিনি উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। জামাল হোসেন জানান, আমার দুই ছেলের মধ্যে আরিফ ছোট। গত প্রায় পাঁচমাস আগে হঠাৎ স্ট্রোক করে সে। এরপর ধীরে ধীরে তার হাত-পা অবশ (প্যারালাইজড) হয়ে যায়। বন্ধ হয়ে যায় কথা বলাও। এর জন্য মানুষের সহযোগিতা নিয়ে ঢাকা ও ভারতে গিয়েও ডাক্তার দেখাই। যাতে ব্যয় হয়েছে অন্তত ৮ লাখ টাকা। এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে আরিফ।
বিজ্ঞাপন