ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ধর্মীয় বক্তারা নতুন বই নিয়ে মিথ্যাচার করছেন: শিক্ষামন্ত্রী

রাবি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২২ সালেও করোনার প্রভাব শেষ হয়নি। কাগজের সংকট, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সংকট মোকাবিলা করে নতুন বছরে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়েছি। বই ছাপানো নিয়ে অনেকেই কটু কথা ও মিথ্যাচার করছেন। বলা হচ্ছে বইয়ে লেখা আছে বানর থেকে মানুষ হয়েছে, ইসলাম ও পর্দা প্রথাকে হেয় করা হয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুত্ববাদ ও সমকামিতাকে উস্কে দেয়া হয়েছে, পৌত্তলিকতা ও সমকামিতাকে প্রশ্রয় দেয়া হয়েছে, মুসলিম শাসকদের হেয় করা হয়েছে। আদৌ কি তাই? মূলত এগুলো মিথ্যাচার। বিশেষ করে ধর্মীয় বক্তারা এই মিথ্যাচারগুলো বেশি করছেন। সোমবার বেলা ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, চিলে কান নিয়ে গেছে প্রবাদের মতো আপনারা চিলের পেছনে না ছুটে কানে হাত দিয়ে সত্যতা যাচাই করে দেখবেন। বইয়ের ভুলগুলো ধরিয়ে দিতে পারবেন যে কেউ। কিন্তু মিথ্যাচার করবেন না।

বিজ্ঞাপন
বইয়ে ভুল থাকাটা খুবই স্বাভাবিক। সেগুলো আপনারা আমাদের ধরিয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো সংশোধন করে দিবো। তবে এবার আমাদের বইগুলো সবাই পড়ছেন। ফলে ভুলগুলো উঠে আসছে। তাই আমরা সহজেই তা সংশোধন করতে পারছি। দীপু মনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি বন্ধ করতে আমরা গুচ্ছ পদ্ধতি চালু করেছি। শুধু গুচ্ছ পদ্ধতি নয় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. এ এম হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ওবায়দুর রহমান প্রামাণিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, স্বর্ণপদকপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status