বাংলারজমিন
ধর্মীয় বক্তারা নতুন বই নিয়ে মিথ্যাচার করছেন: শিক্ষামন্ত্রী
রাবি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২২ সালেও করোনার প্রভাব শেষ হয়নি। কাগজের সংকট, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সংকট মোকাবিলা করে নতুন বছরে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়েছি। বই ছাপানো নিয়ে অনেকেই কটু কথা ও মিথ্যাচার করছেন। বলা হচ্ছে বইয়ে লেখা আছে বানর থেকে মানুষ হয়েছে, ইসলাম ও পর্দা প্রথাকে হেয় করা হয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুত্ববাদ ও সমকামিতাকে উস্কে দেয়া হয়েছে, পৌত্তলিকতা ও সমকামিতাকে প্রশ্রয় দেয়া হয়েছে, মুসলিম শাসকদের হেয় করা হয়েছে। আদৌ কি তাই? মূলত এগুলো মিথ্যাচার। বিশেষ করে ধর্মীয় বক্তারা এই মিথ্যাচারগুলো বেশি করছেন। সোমবার বেলা ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, চিলে কান নিয়ে গেছে প্রবাদের মতো আপনারা চিলের পেছনে না ছুটে কানে হাত দিয়ে সত্যতা যাচাই করে দেখবেন। বইয়ের ভুলগুলো ধরিয়ে দিতে পারবেন যে কেউ। কিন্তু মিথ্যাচার করবেন না।