বাংলারজমিন
খুলনায় খেয়াঘাটের ইজারাদারকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা রোড সংলগ্ন একটি দোকানের মধ্যে দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মিলন ফকির নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরোনী গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে। মিলন ফুলতলা উপজেলার আলকা গ্রামে বাড়ি করে বসবাস করছিলেন। তিনি ফুলতলার সিকিরহাট খেয়াঘাটের ইজারাদার। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আব্দুল আহাদের চায়ের দোকানে অবস্থান করছিলেন মিলন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য একাধিক গুলি করে। তারা মৃত্যু নিশ্চিত করে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।